খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও তবলছড়ি ইউপিথর সাবেক চেয়ারম্যান আলী হোসেন বকুল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৭ জুলাই মঙ্গলবার দিবাগত রাত দেড় টায় খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বৎসর ।
তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে সহ অসুখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।তাকে একনজর দেখার জন্য সর্বস্তরের মানুষ তার বাড়িতে ভিড় জমায়।
এদিকে তার মূত্যুতে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া গভীর শোক প্রকাশ এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মহান আল্লাহর নিকট তার মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম কামনা করেন।