দীঘিনালা উপজেলাধীন ১নং মেরুং ইউনিয়ন পরিষদের অন্তর্গত মধ্যবেতছড়ির বাসিন্দা।
উক্ত ব্যক্তির ১৯ বছরের কর্মঠ ছেলে মোঃ মশিউর রহমান গত ৬/৭ মাস যাবৎ মানসিক রোগে আক্রান্ত। ছেলের সুচিকিৎসা এবং পরিবারের ভরণ-পোষণসহ উক্ত ব্যক্তি অতি কষ্টে মানবেতর জীবন যাপন করছে। অর্থের অভাবে পরিবারের ভরণ-পোষণ এবং মানসিক রোগে আক্রান্ত ছেলের সুচিকিৎসা তার জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় বিষয়টি দীঘিনালা জোনের নজরে আসলে, দীঘিনালা জোন অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ায়।
উক্ত ব্যক্তির ছেলে মানসিক রোগে আক্রান্ত হওয়ায় ছেলের সুচিকিৎসার জন্য দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন অসহায় পরিবারকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫০০০ (পাঁচ হাজার) টাকা প্রদান করেন।
দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ছেলের চিকিৎসার জন্য যে ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে তার ঠিকানা নিম্নরূপঃ
মোঃ আবুল কাশেম(৭০) পিতা মৃত আম্বর আলী।গ্রামঃ মধ্যবেতছড়ি।রং, ১নং মেরুং ইউনিয়ন পরিষদ, থানাঃ দিঘীনালা, জেলাঃ খাগড়াছড়ি।