সোমবার ১৯ জুলাই ২০২১ গাজীপুরে ভোগড়া বাইপাস পেয়ারা বাগান উত্তরবঙ্গ গামী সকল বাস কাউন্টারে নিয়ম অমান্য করে,নির্দ্ধারিত ভাড়ার অতিরিক্ত ৩-৪ গুন আদায়ের অভিযোগ।
গাজীপুরের পেয়ারা বাগান, ভোগড়া বাইপাস এলাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যাতীবাহী হাজার হাজার বাস, ট্রাক,ও পিক-আপ।
স্বাস্থ্যবিধির বালাই নেই। নেই সিঙ্গেল সীটের যাত্রী । আছে যাত্রী বোঝাই,বাস,ট্রাক,পিকআপ।
উত্তরবঙ্গের রাজশাহী এবং রংপুর বিভাগের যাত্রীদের নিকট থেকে নেওয়া হচ্ছে যাত্রীপ্রতি ট্রাক,পিক-আপের ভাড়া ১০০০থেকে ১২০০ টাকা।
বাসে সীটপ্রতি ভাড়া ১৫০০ টাকা থেকে ১৮০০/ ২০০০ টাকা পর্যন্ত।
জিএমপি’র হাইওয়ে পুলিশে দায়িত্বরত কর্মকর্তা জানান,আমাদের কাজ রাস্তা ক্লিয়ার রাখা।
প্রশ্ন হলো; অতিরিক্ত ভাড়া আদায় সাধারণ মানুষের পকেট কাটার সামিল নয় কি?
এমন কাজ অপরাধের সামিল নয় কি?
এ ধরনের অপরাধ দেখার দায়িত্ব কার?
উল্লেখিত বিষয়ে জানতে চাইলে
জেলা প্রশাসক,গাজীপুর বলেন,আমরা ব্যবস্থা দ্রুতই নিচ্ছি।
জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে কয়েক জনকে অর্থদণ্ড জরিমানা করা হয়। বাসের যাত্রীদের অতিরিক্ত ভাড়ার টাকা ফেরত নিয়ে দেন। সাধারণ মানুষ গুলো অতিরিক্ত ভাড়া না দেওয়ার জন্য বলা হয়েছে। সকল বাস কাউন্টার ও বাসের চালকে অতিরিক্ত ভাড়া না নিয়ে নির্ধারিত ভাড়ায় সকল যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া জন্য বলা হয়েছে। তানাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন আব্দুল্লাহ আল জাকি ইউএনও গাজীপুর সদর, মাসুদুর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজীপুর। এবং সঙ্গীয়ফোর্স আর্ম ব্যাটালিয়ান, আনসার সদস্য, বাসন থানার পুলিশের এস.আই রুবেল ও তার সঙ্গীয় ফোর্স। এবং উপস্থিত ছিলেন প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী, আলমগীর কবির, জাহিদূর রহমান বকুল, আশিকুর রহমান, রনি আহমেদ প্রমূখ।