খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমের সরঞ্জাম বিতরণ করে যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা ইউনিট, খাগড়াছড়ি ব্রাঞ্চ।
শনিবার ( ১৭ জুলাই ) সকাল ১০.৩০ মিনিটে রেড ক্রিসেন্ট এর খাগড়াছড়ি ইউনিটের ইউনিট কর্মকর্তা মোঃ আব্দুল গনি এবং আরএমও (জগঙ) নুনু মারমার পক্ষ থেকে সরঞ্জাম গ্রহন করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নবদয় চাকমা।
এ সময়ে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট মহালছড়ি উপজেলা ইউনিট এর সেবা ও স্বাস্থ্য বিভাগীয় প্রধান মোঃনাজমুল ইসলাম রিমন এবং যুব সদস্য মোঃ মনির হোসেন
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও আইসিআরসি এর সহযোগিতায় করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আইপিসি কার্যক্রমটি বাস্তবায়ন করছে জানিয়ে যুব রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ইউনিটের ইউনিট অফিসার আব্দুল গনি বলেন আইপিসি ফেইস টু প্রকল্পের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালকে আরও বেশি জীবাণু মুক্ত রাখার লক্ষ্যে পরিচ্ছন্ন কর্মীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে.
এছাড়া জীবাণু মুক্ত করণের সরঞ্জাম সহ পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম বিতরণ করা হলো। সুরক্ষা সরঞ্জামের মধ্যে রয়েছে, ৯০০ সার্জিক্যাল মাস্ক,৩ ড্রাম ক্লোরিন সলিউশন,১০০ পিছ ফেইস স্লাইড, এপ্রোন, ডাস্টার ক্লথ, রাবার গ্লাভস, বালতি, পিপিই, মোপ সহ অন্যান্য সুরক্ষা সরঞ্জাম।
উল্লখ্যে যে, গতবছরও করোনাভাইরাস প্রতিরোধে খাগড়াছড়ি জেলার হাসপাতালগুলোতে সংক্রমন প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হয়।