কক্সবাজার রামু থানাধীন চাকমারকুল ইউপিস্থ শ্রীমুরা গ্রাম হতে শুক্রবার ১৬ জুলাই একটি গরু চুরি করে ঈদগাঁও থানা এলাকা বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাস্তার উপর পৌঁছালে ইদগাঁও থানা পুলিশ সন্দেহজনক ভাবে চোরাইকৃত গরু ও পরিবহনকারী পিকআপ গাড়ি সিগন্যাল দিয়ে থামানোর পর গরুর সহ ৩ জন চোরকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলেন, ইমরান হোসেন (২৫), পিতা- মনির আহাম্মদ, সাং- মনিরের পাড় শ্রীমুরা নাসিরপাড়া, থানা- রামু, মো: জুয়েল (২৪), পিতা- বজল করিম, সাং- ধাউনখালী ও সাইফুল ইসলাম (২৯), পিতা- আব্দুর রব কামরুল, সাং- এবিসি ঘোনা, দক্ষিন রুমালিয়ারছড়া বাছা মিয়ারঘোনা, উভয় থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজারদ।
ইদগাঁও থানা পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদে গরুটি চুরি করে খুটাখালী নিয়ে যাচ্ছে মর্মে সত্যতা পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।