মহেশখালী থানা পুলিশের অভিযানে ০৬ (ছয়) জন পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার।
আজ ১০ আজ দুপুর ১২টায় মহেশখালী থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে জিআর নং-২৬৯/০৭ এর পরোয়ানাভুক্ত আসামী আহাম্মদ উল্লাহ, পিতা-মৃত আবুল কালাম সাং-পদ্মপুকুর পাড়, জিআর নং-২৫৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী গোলাম কুদ্দুস, পিতা-মেহের আলী, সাং-কেরুনতলী, জিআর নং-২৫৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী সলিম উল্লাহ পিতা-মেহের আলী,সাং-কেরুনতলী, জিআর নং-২৫৮/১৭ এর পরোয়ানাভুক্ত আসামী আমান উল্লাহ পিতা-মেহের আলী, সাং-কেরুনতলী, জিআর নং-৩২/১৬ এর পরোয়ানাভুক্ত আসামী আবু তাহের প্রঃ আবু প্রঃ আবু আহমদ প্রঃ আবু ইয়া ( পিতা- জোনাব আলী সাং-কালা গাজীরপাড়া, জিআর নং-১৪৫/১২ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ পারভেজ, পিতা-মৃত আবুল কালাম, সাং-পদ্মপুকুর পাড়, সর্বথানা- মহেশখালী, জেলা- কক্সবাজারদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।