মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজনে চা চক্র অনুষ্ঠিত বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ কৃষকঃ রাজধানীর উত্তরায় বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ বিরামপুরে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বিরামপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নে মাৎস্য প্রকল্প ও বাঁধ নির্মাণে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন: চেয়ারম্যান হাবিবুর রহমান এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে! সচল হতে যাচ্ছে দেশের পরিত্যক্ত সাত বিমানবন্দর টঙ্গীতে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

ভেঙ্গু ও করোনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু | সময়ের দেশ

রাকিবুল ইসলাম রিয়াদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

‘প্রচণ্ড জ্বর, আমি মৃত্যুর সঙ্গে লড়ছি।
কে জানতো গত ২০ জুন স্বামীকে ট্যাগ করে নিজের ফেসবুক টাইমলাইনে এটাই শেষ স্ট্যাটাস সাঈদা নাসরিন বাবলীর।

বুধবার (৭ জুলাই) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে ডেঙ্গু ও করোনার সাথে লড়াই করে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী।

ভোরে তার স্বামী ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার এক ফেসবুক স্ট্যাটাসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সব শেষ। আজ ভোর ৪টায় আমার সহধর্মিণী সাঈদা নাসরিন বাবলী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।থ

এর আগে সাংবাদিকদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ।

তিনি বলেন, ‘বাবলীর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। লাইফ সাপোর্ট খুলে দিয়েছে, সকালে সিরাজগঞ্জ নিয়ে চলে যাবে।

জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন। সবশেষ প্রায় ১৬ দিন আইসিইউতে ছিলেন তিনি। ডেঙ্গুর সঙ্গে তার করোনা পজিটিভ ছিলো। প্রথম দফায় গত ২১ জুন লাইফ সাপোর্টে নেওয়া হলেও ২৯ জুন তা খুলে দেওয়া হয়। এরমধ্যে তার কিডনি অকার্যকর হয়ে পরে। সর্বশেষ ৫ তারিখ আইসিইউতে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক করলে তাকে আবার লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ (বুধবার) ভোরে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

তার সহকর্মী ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসান মফিজুর রহমান বলেন, ‘ওনার ডেঙ্গু ও করোনা দুইটাই একসঙ্গে পজিটিভ এসেছিলো। চিকিৎসা চলাকালে ওনার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলেও ৫ তারিখ ভোরে ব্রেন স্ট্রোক করলে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই দফা জানাজা শেষে তাকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে জবির শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করছেন অনেকেই। এ ছাড়াও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

উল্লেখ্য, সাঈদা নাসরিন বাবলীর বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোল্ড মেডেল পাওয়া এই শিক্ষিকা ৩২তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে হয়েছেন প্রথম। তার লেখা বেশ কিছু বই রয়েছে।

তার স্বামী ব্যারিস্টার এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার বাংলাদেশ হাইকোর্টে ডেপুটি এ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকসহ রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে আইনজীবী নিয়োগ বোর্ডেরও সদস্য।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102