গাজীপুর মহানগরের সকল ওয়ার্ডে রাস্তার উন্নয়নের কাজ চলমান। দুঃখজনক হলেও সত্য যে কিছু কিছু ওয়ার্ড এর ড্রেনের কাজ শেষ হতে না হতেই কিছু বিবেক বর্জিত মানুষ ড্রেনের উপরে নির্মিত জনসাধারণের চলার জন্য নির্মিত ফুটপাত আংশিক দখল করতে ব্যস্ত যা অত্যন্ত নিচু মনমানসিকতার পরিচয় বহন করে এবং সাধারণ পথচারী চলাফেরায় বিঘ্ন সৃষ্টি করছে এবং বিষয়টি আরো মারাত্মক আকার ধারণ করবে যখন একজনের দেখাদেখি আরেক জন এই আংশিক ফুটপাত দখল করার জন্য ব্যস্ত হয়ে উঠবেন।
২৫ নং ওয়ার্ড এর কিছু কিছু জায়গায় এমন ভাবে ড্রেনের উপর নির্মিত জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত দখল করা হয়েছে যে ফুটপাতেল অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল। আবার ২৪ নং ওয়ার্ডে কোথাও কোথাও এই আংশিক ফুটপাত দখল করার চিত্র চোখে পড়ছে।
গাজীপুর মহানগরের শিববাড়ি টু বিআইডিসি রোড ২৪ ও ২৫ নং ওয়ার্ডের ফকির বাড়ি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় যে, একটি স্কুলের নিচে হোটেলের একটা অংশ ড্রেনের উপর নির্মিত জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত উপর রয়েছে, আরো দুঃখজনক একটি এলুমিনিয়াম কারখানা ও একটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট ড্রেন এর সামনে সরকারি জায়গায় সৌন্দর্যবর্ধনের জন্য সুন্দর ফুল গাছ এবং আরো মনমুগ্ধকর কিছু গাছের চিত্র চোখে পড়ে কিন্তু এই সৌন্দর্য একসময় যানজটের সৃষ্টি করে, বিশেষ করে যখন ফ্যাক্টরি থেকে মালামাল লোড আনলোড করা হয়।যদি এলাকার সচেতন মহল এ ব্যাপারে এগিয়ে আসেন তাহলে কিছু কিছু বিবেকবর্জিত মানুষ যারা অন্যায় ভাবে ড্রেনের (ফুটপাত) আংশিক দখল করে সাধারণ মানুষ, ছোট ছোট শিশু, স্কুলগামী ছাত্র-ছাত্রীদের চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছে।
জনসাধারণের চলাচলের জন্য নির্মিত শহরের ড্রেনেজ ব্যবস্থার উপর ফুটপাত অবৈধভাব দখল থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে সচেতন মহল।