দেশের সাত জেলায় লকডাউন জারি করা হলেও জয়পুরহাট সদর পৌর সভা, পাঁচবিবি পৌর সভা, কালাই পৌরসভা এই তিন পৌর এলাকায় কঠোর বিধিনিষেধ চলছে।
করোনাভাইরাস সংক্রমণরোধে দেশের সাত জেলায় লকডাউন জারি করা হয়েছে। সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ ঘোষণা দেন।
জেলাগুলো হলো- গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও রাজবাড়ী।
তিনি বলেন, দেশের ব্যাপকহারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় এই জেলাগুলোতে আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত কঠোর লকডাউন বলবৎ থাকবে।
সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যার সাথে বেড়েই চলেছে মৃত্যু। এ জেলায় ১দিনে ৯৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওযা গেছে। এ নিয়ে জেলায় ২৯ দিনে করোনায় আক্রান্তের রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩৮ জনে।এদিকে একদিনে করোনা আক্রান্ত হয়ে আজ সোমবার মারা গেছেন ৩ জন। জেলায় এখন মোট মৃতের সংখ্যা ২৪ এ দাড়াল। সোমবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ ওয়াজেদ আলী।
মন্ত্রিপরিষদ থেকে জারিকৃত এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই জেলাগুলোর সার্বিক কার্যাবলি/চলাচল (জনসাধারণের চলাচলসহ) বন্ধ ঘোষণা করা হলো।
(বিজ্ঞাপন)