চকরিয়ায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ভূঁয়া পাসপোর্ট ও এনআইডি তৈরিসহ অনৈতিক কাজে জড়িত প্রতারক আটককে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়,গত ১৭জুন দুপুর আড়াই টারদিকে কক্সবাজার র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল নকল পাসপোর্ট ও এনআইডি তৈরি, বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সীলমোহর অবৈধভাবে নিজ দখলে রাখার সংবাদ পেয়ে চকরিয়া সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামে অভিযানে যায়। এসময় র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭টি ভিন্ন নামের ভূঁয়া পাসপোর্ট, ৭টি আইডি কার্ড ও ১টি জন্ম সনদ এবং অনৈতিক কাজে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সীলমোহরসহ দক্ষিণ মাইজ পাড়ার মৃত নুরুল কবিরের পুত্র মোঃ ওসমান গণি (৩০) নামে অনৈতিক কাজে জড়িত প্রতারককে আটক করে। সে দীর্ঘদিনধরে রোহিঙ্গা ও স্থানীয়দের এসব সরবরাহ করত।
কক্সবাজার র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ভূঁয়া পাসপোর্ট, আইডি কার্ড ও জন্ম সনদসহ ধৃত প্রতারককে চকরিয়া থানায় সোর্পদ করা হয়েছে।