অবৈধ অস্ত্রসহ এক রোহিঙ্গা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব– ১৫ সদস্যরা। আজ ১৫ই জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নুরালীপাড়া এলাকা থেকে এই রোহিঙ্গা অস্ত্রধারীকে আটক করা হয়েছে।
কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন নুরালীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি ওয়ানশুটারগান ও ০১ রাউন্ড তাজা কার্তুজসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
কক্সবাজার র্যাব – ১৫ মিডিয়া কর্মকর্তা আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, র্যাবের অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় টেকনাফের ২৬ নং ক্যাম্পের ব্লক আই/৯ এর রোহিঙ্গা মোস্তফা কামালের ছেলে নুর হাসান প্রকাশ বাইন্নাকে আটক করা হয়।
পরবর্তীতে উপস্হিত লোকজনের সম্মুখে আটক ব্যক্তির দেহ তল্লাশী করে ১ টি দেশীয় ওয়ানশুটারগান ও ১ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আটক রোহিঙ্গা অস্ত্র ব্যবসায়ীকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।