করোনার কারণে আটকে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১০ আগস্ট থেকে।তবে ১৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে শেষ করতে হবে রিভিউ ক্লাস সহ আটকে থাকা মিড পরীক্ষা।
রবিবার (১৩ জুন) ফোনালাপে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো ইমদাদুল হক।
জানা যায়, আজকে অনলাইনে একাডেমিক কাউন্সিলের মিটিং এ সকল সিদ্ধান্ত নেয়া হয়।
এ ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, “জুলাইয়ের মধ্যে নিজ নিজ বিভাগ অনলাইনে রিভিউ ক্লাস এবং মিড পরীক্ষা নিবেন। আর সেমিস্টার ফাইনাল পরীক্ষা আগস্টের প্রথম সপ্তাহে সশরীরে অনুষ্ঠিত হবে।চ্
তিনি আরও বলেন, এটা অনেকটাই করোনার পরিস্থিতির উপর ডিপেন্ড করছে। যদি করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করে তাহলে আমরা আমাদের সিদ্ধান্তে অটুট থাকবো।
এ সম্পর্কে জবি ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ বলেন, “সিদ্ধান্তটা খুবই সুন্দর হয়েছে। যেহেতু করোনা বেড়ে গেছে আমরা কোনো শিক্ষার্থীকে ঢাকায় এনে বিপদে ফেলতে চাই না।চূড়ান্ত পরীক্ষাগুলো সব ১০ আগস্ট থেকে শুরু হবে, কিন্তু দুই সেমিস্টারের মিড, এসাইনমেন্ট যেভাবে শিক্ষার্থীবান্ধব হয় অনলাইনে শিক্ষকরা ১৮ জুনের মধ্যে তা নিয়ে শেষ করবেন।চ্
তিনি আরও বলেন, “আজকে নোটিশ দিয়ে দিবে আর পরীক্ষা ফি, সেমিস্টার ফি এসব সব অনলাইনে নেয়া হবে।”
ক্লাস পরীক্ষার বিষয়ে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, “১৮ জুলাইয়ের মধ্যে প্রথম সেমিস্টারের মিড, এসাইনমেন্ট অনলাইনে নেয়া হবে এবং এর মধ্যেই রিভিউ ক্লাস শেষ করতে হবে। ১০ আগস্ট থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা সশরীরে নেয়া হবে। এরপর কমপক্ষে ১৫ দিন, সর্বোচ্চ ৩ সপ্তাহ সময় দিয়ে দ্বিতীয় সেমিস্টারের মিড, রিভিউ ক্লাস, এসাইনমেন্ট হবে। তারপর দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও সশরীরে নেয়া হবে।