গাজীপুরে বাংলাদেশের প্রথম ইজিবাইক এম্বুলেন্স সার্ভিস উদ্বোধন। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম গতকাল ৮ জুন সন্ধ্যায় এম্বুলেন্সটি উদ্বোধন করেন।
এসআরটি (স্পেশাল রেসপন্স টিম) এর উদ্যোগে বিভিন্ন ব্যাক্তি ও সংস্থার আর্থিক অনুদান এবং পরামর্শ অনুযায়ী এম্বুলেন্সটি তৈরি করা হয়।
মূলত অসহায় ও দরিদ্র মানুষের প্রয়োজনে এই এম্বুলেন্সটি ব্যাবহার করা হবে বলে এসআরটির সদস্যরা নিউজ অফ গাজীপুরকে জানিয়েছেন।
তারা আরো জানান রোগীদের সুবিধার জন্য তারা একটি হটলাইন নম্বর (০১৮৮০০০১৩৯৩)
চালু করেছেন, যাতে রোগীরা সহজেই এম্বুলেন্সটির সেবা নিতে পারেন। ঐ হটলাইন নম্বরে ফোন করলেই এম্বুলেন্সটি রোগীর ঠিকানায় চলে যাবে।
অসহায় ও দরিদ্র মানুষেরা এই এম্বুলেন্সটি বিনামূল্যে ব্যাবহার করতে পারবেন বলে এর উদ্যোক্তারা জানিয়েছেন।