জাহাঙ্গীর আলম, (ব্যুরো প্রধান) কাপাসিয়া,গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার এ কে এম লুৎফর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট আমানত হোসেন খাঁন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম ফাতেমার সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ মোল্লা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সানজিদা, রতন কুমার সেন, শ্রেষ্ঠ শিক্ষক আতিকুল ইসলাম, শিক্ষক সাহিলি নাসরিন প্রমুখ। পরে ছোট কোমলমতি শিক্ষার্থীদের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।