গাজীপুর মহানগর আওয়ামীলীগের টঙ্গী ৪৮নং ওয়ার্ড আওয়ামীলীগের ইউনিট কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার টঙ্গীর দত্তপড়া পূর্ব নিলাচল রসুলবাগ এলাকায় ওয়ার্ড আওয়ামীলীগের আহবায়ক মো: শাহজাহান মিয়ার সভাপতিত্বে এবং আওয়ামীলীগ নেতা নজরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পৌরসভার সাবেক কাউন্সিলর মজিবুর রহমান, টঙ্গী থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার মোল্লা, আওয়ামীলীগ নেতা রফিকুল ইস দেওলাম সিকদার, আনসার আলী মোল্লা, আব্দুল বারেক মোল্লা, মজিবুর রহমান মোল্লা, আহাদ আলী মুন্সী, শাহ আলম, আশরাফ মিয়া, জাবেদ পাটোয়ারী, কাজল মিয়া, ৫৫নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রাশিদা বেগম, ৪৮নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগনেত্রী শিল্পী আক্তার, মিলি আক্তার প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা বলেন, দীর্ঘদিনের ত্যাগী আওয়ামীলীগের অনেক নেতাকর্মী আজ অবহেলিত। জামাত শিবিরের মদদপুষ্টে কিছু হাইব্রিড আওয়ামীলীগ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের মাধ্যমে আগুল ফুলে কলাগাছ হয়ে গেছে। এসকল হাইব্রিডদের চিহ্নিত করে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করার উদ্দাত আহবান জানান।
এ সময় তিনি আরো বলেন, আওয়ামীলীগ নেতা নজরুলের প্রচেষ্টায় আজকের এই ইউনিট আওয়ামীলীগ কার্যালয়টি উদ্বোধন ও আলোচনা সভায় জনগণের সতস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক, গাজীপুর সিটি মেয়র এড. জাহাঙ্গীর আলম। রাষ্ট্রীয় বিশেষ কাজ থাকায় তাদের অনুমতিক্রমে অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়টি উদ্বোধন করা হয়।