মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা ৫নং নওগাঁ ইউনিয়ন বিএনপি আয়োজনে চা চক্র অনুষ্ঠিত বিরামপুরে পারিবারিক পুষ্টি বাগানের উপকরণ পেলেন ৩৬ কৃষকঃ রাজধানীর উত্তরায় বিএনপি নেতার রাস্তা উদ্ধোধনে আওয়ামী লীগ বিরামপুরে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর বিরামপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুর সদর উপজেলার বাড়ীয়া ইউনিয়নে মাৎস্য প্রকল্প ও বাঁধ নির্মাণে আনীত অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন: চেয়ারম্যান হাবিবুর রহমান এক চুইংগামেই একশ থেকে তিন হাজার মাইক্রোপ্লাস্টিক ঢুকছে পেটে! সচল হতে যাচ্ছে দেশের পরিত্যক্ত সাত বিমানবন্দর টঙ্গীতে কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

সরকার প্রতিবন্ধীদের প্রশিক্ষণে স্বনির্ভর ও কর্মসংস্থান গড়ে তুলছে- দীপু মনি

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থেকে :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

 

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী (গাজীপুর) থেকে :

সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, প্রশিক্ষণ দিয়ে প্রতিবন্ধীদের স্বনির্ভর করে গড়ে তোলা হচ্ছে। প্রতিবন্ধীরা প্রশিক্ষণ নিয়ে নিজেরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। এ ক্ষেত্রে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। মঙ্গলবার( ২৩ জানুয়ারী) দুপুরে টঙ্গীতে অবস্থিত শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট মৈত্রী শিল্প পরিদর্শন কার্যক্রম ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আমি এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। তাই আমি ঘুরে ঘুরে দেখছি। কোথায় কি আছে, কি লাগবে তা পর্যবেক্ষণ করছি। টঙ্গীতে দেখলাম প্রতিবন্ধীরা ভালো প্রশিক্ষণ নিচ্ছে। তারা ভালো ও গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন করছে। এই সব পণ্য সকল সরকারী দপ্তরে সরবরাহ করা যেতে পারে। এতে এই শিল্প একটি অধিক লাভজনক প্রতিষ্ঠানে পরিনত হতে পারে। যেটা সমাজ কল্যাণ সেটা আমাদের কাজ, সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন প্রতিবন্ধীরা যে ভাতা পান তা তাদের চলার জন্য নয়। মূলত প্রতিবন্ধীরা সরকারী ভাতার পাশাপাশি তাদের পরিবার ও পরিজনের সহযোগিতায় চলবে। মন্ত্রী প্রতিবন্ধীদের ভাতা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার জন্য সরকার কাজ করছে বলে দৃঢ় অঙ্গীকার পুন:ব্যক্ত করেন।

এর আগে মন্ত্রী প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন। এক পর্যায়ে মন্ত্রী প্রতিষ্ঠানের বঙ্গবন্ধু কর্ণারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, বর্তমানে তিনটি বিভাগে মৈত্রী শিল্পের কার্যক্রম চলছে বাকি পাঁচটি বিভাগে শীঘ্রই কাজ শুরু করা হবে। মৈত্রী শিল্পের মুক্তা পানির চাহিদা বেড়ে যাওয়ায় নতুন করে আরো একটি প্ল্যান স্থাপন করা হবে। প্রতিবন্ধীদের আবাসন সমস্যা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রীর সাথে ছিলেন শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক মো: সেলিম খান (যুগ্ম সচিব), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেহেদী হাসান, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, কারখানা ব্যবস্থাপক মহসিন আলী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ১৯৮৩ সালে টঙ্গীতে শারিরীক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাষ্ট মৈত্রী শিল্প নামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক পণ্য ১২০ টি ও বিভিন্ন সাইজের মুক্তা পানি এখানে উৎপাদিত হয়। প্রায় ২৫০ জন লোকবলের মধ্যে ৯৭% প্রতিবন্ধী কাজ করে

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭ পূর্বাহ্ণ
  • ১২:০১ অপরাহ্ণ
  • ১৬:৩০ অপরাহ্ণ
  • ১৮:২৬ অপরাহ্ণ
  • ১৯:৪৩ অপরাহ্ণ
  • ৫:৩৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102