শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

তাবলিগের দুইপক্ষ আবার মিলেমিশে একসাথে খাবার খাবেন , আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থেকে :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

 

কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থেকে ::

তাবলিগের দুইপক্ষ আবার মিলেমিশে খাবার খাবেন, ইজতেমা করবেন, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ফলোআপ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ইজতেমা আয়োজক কমিটির মুরুব্বিদের উদ্দেশ করে বলেছেন, বিশ্ব ইজতেমা আমাদের জন্য একটা গর্বের বিষয়। টঙ্গীর ইজতেমা সারাবিশ্বের কাছে অত্যন্ত প্রিয়। আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু আপনাদের মনোভাব এক করতে পারি নাই, সেজন্য আমরা কষ্ট পাই।

তিনি বলেন, আপনারা সবাই মিলেমিশে (মাওলানা জুবায়ের আহমেদ ও সৈয়দ ওয়াসিফুল ইসলাম) যদি আবার এক প্লেটে খেতে পারতেন, আমরা দেখে যেতে পারতাম তাহলে খুশি হতাম।

সোমবার ২২শে জানুয়ারি বিকালে ইজতেমা ময়দানসংলগ্ন বাটা রোডে বিশ্ব ইজতেমা প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ময়দানের চারপাশে নিয়োজিত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামী ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির কাছে ময়দান বুঝিয়ে দেওয়া হবে। বিষয়টি গোয়েন্দা সংস্থার সদস্যরা ব্যবস্থা নেবেন; যাতে দুপুর না গড়িয়ে সকালের মধ্যে দ্বিতীয় পক্ষের কাছে মাঠ বুঝিয়ে দেওয়া যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল গাজীপুর সিটি করপোরেশন ও জেলা প্রশাসন গাজীপুর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মাহবুব আলম, ইজতেমার মুরুব্বি প্রকোশলী খন্দকার মেজবাহ উদ্দিন ও আব্দুস সালাম প্রমুখ।

এ সময় পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডেসকো, ফায়ার সার্ভিস, তিতাস, জনস্বাস্থ্য প্রকৌশল, সরকারি হাসপাতাল, সিটি করপোরেশনসহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টঙ্গীতে আগামী ২-৪ ফেব্রুয়ারি ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথমপর্ব এবং ৯-১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হচ্ছে। প্রথম পর্বে মাওলানা জোবায়ের অনুসারী মুসল্লিরা অংশ নেবেন। ২ ফেব্রুয়ারি শুরু হয়ে ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব।

মাঝে ৪ দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি মাওলানা সা’দ অনুসারীরা অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102