কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী থেকে:
গাজীপুরের টঙ্গীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টঙ্গী আরবান প্রোগ্রামের উদ্যোগে বাছাই করা শিশুদের নিয়ে দুইদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালা সম্পন্ন হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার ১৭ ও ১৮ জনুয়ারি ২দিনব্যাপী টঙ্গী দত্তপাড়া এলাকায় অফিস কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
শিশু সাংবাদিকতা কর্মশালার শুরুতে
প্রতিষ্ঠানের প্রোগ্রাম অফিসার লিজা মিত্রের সূচনা বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী আরবান প্রোগ্রামের ম্যানেজার মানস বিশ্বাস, প্রোগ্রাম কোয়ালিটি স্পেশালিস্ট শৈলজানন্দ রায়,সিনিয়র প্রোগ্রাম অফিসার জসীমউদ্দীন।
প্রধান অতিথি বলেন, তোমরা যেন তোমাদের অধিকার সুরক্ষায় প্রতিষ্ঠায় কাজ করার মাধ্যমে দক্ষ জনবল হয়ে গড়ে ওঠে সাংবাদিকতার মাধ্যমে দেশ ও দশের অবদান রক্ষা করতে পারো এটাই আমরা বিশেষভাবে কামনা করি।
দুইদিনব্যাপী কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কালিমুল্লাহ ইকবাল।
কর্মশালায় গাজীপুর সিটি কর্পোরেশনের পাঁচটি ওয়ার্ড থেকে বাছাই করা ২৫ জন শিশুও যুবরা অংশগ্রহণ করে ।
কর্মশালায় মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, প্রতিষ্ঠানের প্রেস বিজ্ঞপ্তি, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, নানা প্রশ্ন উত্তর ও প্রতিবেদন তৈরিসহ মোট এগারটি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়।