আবুল বাশার পলাশ :
জাতীয় সাংবাদিক সংস্থা গাজীপুর জেলা ও মহানগর কমিটির শপথ গ্রহণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ৩০ ডিসেম্বর শনিবার সকালে গাজীপুর শহরের হাবিবুল্লাহ স্বরণীতে গাজীপুর জেলা কমিটির সভাপতি ফাইজুর রহমান এর সভাপতিত্বে ও ঢাকা বিভাগের সদস্য সচিব মোঃ মুসা খান রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার, সহ সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, দৈনিক বাংলা ভূমির সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, গাজীপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও আমার বার্তার প্রতিনিধি মোঃ নজমুল হক, অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, গাজীপুর মহানগর কমিটির সভাপতি মোঃ আবুল বাসার পলাশ, সহ-সভাপতি কফিল মাহমুদ, মোঃ রফিকুল ইসলাম, প্রিন্সিপাল মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বকুল, যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম, মোঃ অলিউল্লাহ মশিউর, মোঃ মকবুল হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান জাহাঙ্গীর, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ শাহীন আহমদ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সহ গাজীপুর মহানগর, জেলা ও উপজেলা কমিটির অনন্য নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।