শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
মহান বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি মাহবুবর রহমান।
এছাড়াও মুক্তিযুদ্ধের মাধ্যমে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীন রাষ্ট্রভৗমত্ব অর্জন হয়েছে তাদের জন্য অন্তরের অন্ত:স্থল থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি।
তিনি জানান, যে দেশ স্বাধীন না হলে আজ হয়তো এই বাংলাদেশ পেতাম না। আমরা বাঙ্গালী পরিচযে বিশ্বের কাছে মাথা উচুঁ করে দাড়াতে পারতাম না।
সেই গৌরভময় ইতিহাসে অন্যতম দিন ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে আমরা পেয়েছি এই বাংলাদেশের স্বাধীন মানচিত্র আর লাল সবুজের পতাকা।
বিজয়ের এই মহান মাসে দেশের স্বাধীনতা অর্জনে জীবন উৎসর্গকারী সে সকল বীর মুক্তিযোদ্ধাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি ও তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
সকল বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের জনগণকে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের এই বিজয় অর্জণে অবদান রেখেছেন তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
পরিশেষে তিনি বলেন, স্বাধীনতার পক্ষে মুক্ত চেতনায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা প্রতিকূলতায় আপনাদের কাছে সংবাদ পৌছে দিচ্ছে শ্রীপুর প্রেসক্লাবের সংবাদকর্মীরা। শ্রীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা।