জাহাঙ্গীর আলম (ব্যুরো প্রধান) কাপাসিয়া, গাজীপুরঃ
গাজীপুরের কাপাসিয়ার’ ঘাগটিয়া চালা বাজার ওয়েলফেয়ার ক্লাব মাঠে এক স্মরণসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মারার চক্রান্ত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ কারণেই বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে নিয়ে বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও তিনি (শেখ হাসিনা) বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছেন না।’
রিজভী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়ার চোখ, লিভার, কিডনি ও হৃদ্যন্ত্রে মারাত্মক সমস্যা দেখা দিলেও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করতে দিচ্ছেন না শেখ হাসিনা। তিনি আইনের দোহাই দিয়ে তাঁকে বিদেশে নিয়ে যেতে দিচ্ছেন না। অথচ বর্তমানে দেশের আদালত চলে তাঁর নির্দেশে।’
আজ শনিবার সন্ধ্যায় গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া চালা বাজার ওয়েল ফেয়ার ক্লাব মাঠে আ স ম হান্নান শাহের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা যখন স্বাধীনভাবে মত প্রকাশ করে তাঁর (শেখ হাসিনা) মতের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন তখন এস কে সিনহাকে বন্দুকের নল ঠেকিয়ে আজীবনের জন্য বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
বর্তমানে দেশ চলে জয় বাংলা স্লোগানের ওপর ভর করে দাবি করে রিজভী বলেন, ‘শেখ হাসিনার খেয়াল-খুশির ওপর নির্ভর করে দেশের আইন আদালত সবকিছুই চলে। এ বিষয়ে (খালেদা জিয়ার চিকিৎসা) আইনমন্ত্রী আগামী সোমবার আদালতে শুনানির কথা বললেও শেখ হাসিনা বলছেন ভিন্ন কথা। একজন দণ্ডিত আসামি হিসেবে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই, অথচ ওয়ান ইলেভেনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেল থেকে বেরিয়ে আমেরিকা গিয়েছিলেন চিকিৎসা নিতে।’
রিজভী আরও বলেন, ‘চলমান গণতান্ত্রিক আন্দোলনে হান্নান শাহের মতো একজন নেতার খুবই দরকার ছিল। হান্নান শাহ্ আমাদের মাথার ওপর ছাদ ছিল। আমাদের রাজনৈতিক অভিভাবক ছিলেন। আমাদেরকে রাজনীতি শিখিয়েছেন।’
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে রঙ্গ-রসিকতা করার জন্য আন্তর্জাতিক গোপালভাড় হিসেবে আখ্যায়িত করেন রিজভী।
হান্নান শাহ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন আ স ম হান্নান শাহের ছেলে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সমাজ সেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, নির্বাহী সদস্য কাজী ছাইয়েদুল আলম বাবুল, মজিবুর রহমান, ওমর ফারুক সাফিন প্রমুখ।