টঙ্গীতে হিজরা ছদ্মবেশে সাত বছরের এক শিশুকে ধর্ষন করেছে বেলাল নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গাজীপুর মহানগর টঙ্গীর পুর্ব আরিচপুর নদীরপাড় নুরুল ইসলাম মিয়ার বাড়িতে।
বিকৃতমস্তিষ্কের এই বেলাল শুধু ধর্ষনই করেনি পর্নভিডিও ধারন তা নিজের ফেসবুকে আপলোড দিয়েছে।
জানাযায়, সুমন নামের এলাকার এক ছেলের সহজোগিতা নিয়ে বেশ কিছুদিন আগে ধর্ষক বেলাল একটি ফেসবুক একাউন্ট খুলে নিজের নামে ঐ সময় সুমনের কাছে বেলালের পাসওয়ার্ডটি থেকে যায় গত ২১ মে শুক্রবার কৌতহল বসত বেলালের ফেসবুকে লগইন করে সুমন
দেখতে পায় পর্ন ভিডিও এবং মেয়েটি প্রতিবেশী হওয়াতে চিনে ফেলে সুমন। অমুকের মেয়ে অমুক তার পর জেনে যায় এলাকাবাসি।
মেয়ের বাবা বাদি হয়ে টংগী পুর্ব থানায় অভিযোগ জানালে পুলিশ এসে গ্রেফতার করে ছদ্মবেশী ধর্ষক বেলালকে নিয়ে যায় থনায়।
টংগী পুর্ব থানার অফিসার ইনচার্জ জাভেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে ধর্ষক বেলালকে নারিওশিশু নির্যাতন মামলায় আসামি করে কোর্টে প্রেরন করে।
এ দিকে ধর্ষক বেলালের বাড়িওয়ালা নুরুল ইসলাম মিয়া ধর্ষক বেলাল কে বাঁচাতে মরিয়া হয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ধর্ষিতা মেয়ের বাবা ( মামলার বাদি) কে নিজ বাসায় ডেকে এনে আপোষ মীমাংসা করার জন্য বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে বলে মেয়ের বাবা জানান। বাদির দাবি ধর্ষক বেলালের সুষ্ঠ বিচার দাবি।
পুলিশের কাছে মেয়েটি ঘটনার বর্ননা দিতে গিয়ে বলেন, হেয় নাচতো আমরা নাচ দেখতে আইতাম তারপর একদিন আমারে এই কাম করছে আমি কইছি ভাই ছাইরা দাও আমি কইয়া দিমু তারপর আমারে কইছে একশো টেকা ল পরে আমি নিছি তারপর কইছে কেওরে কইলে মাইরা ফালামু এই বলে ছোট্ট মেয়েটি কেদেফেলে।
এলাকাসির দাবি, এমন বিচার হোক যেন আর কোন হিজরার ছদ্মবেশ ধরে কোন মেয়ের জিবন নষ্ট না করতে পারে।