শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দায়িত্ব না দিয়েই বিদেশে গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়র কিরণ

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ২১২৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ বিদেশ সফরে গেছেন প্যানেল মেয়রকে দায়িত্ব বুঝিয়ে না দিয়েই। চিকিৎসার কথা বলে গত ২১ জুন তিনি ৫ দিনের জন্য ছুটি নেন। এরপর সেই ছুটি শেষ হয়েও একমাস অতিবাহিত হলেও দেশে ফিরেননি তিনি। বিধি অনুযায়ী মেয়র বা ভারপপ্রপ্ত মেয়র কোনো কারণে ছুটিতে গেলে তাঁর দায়িত্ব প্যানেল মেয়রকে বুঝিয়ে দেন। কিন্তু রহস্যজনক কারণে তা করেননি ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাও অফিস করছেন না বলে জানা গেছে। একটি সিটি করপোরেশনের শীর্ষ দুটি পদের কর্মকর্তার এরকম অনুপস্থিতিতে প্রশাসনিক কাজে নানা বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, মেয়র জাহাঙ্গীর আলম বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন আসাদুর রহমান কিরণ। এরইমধ্যে নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ গ্রহণ করিয়েছন। আগের মেয়াদ শেষ হলেই আগামী সেপ্টেম্বরে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। এ অবস্থায় কিরণের বিদেশ গিয়ে এখনও ফিরে না আসা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা রকমের গুঞ্জন শোনা যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর শহরের একাধিক ব্যক্তি বলেন, ভারপ্রাপ্ত মেয়র থাকাকালীন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ-বিত্তের মালিক বনেছেন কিরণ। সেই অর্থ পাচার করতেই বিদেশ গমন করেন তিনি।
এদিকে ভারপ্রাপ্ত মেয়রের এহেন কর্মকান্ডে চরম ক্ষুব্ধ তার সহকর্মীরা। গাজীপুর দেশের একটি গুরুপূর্ণ সিটি করপোরেশন। ভারপ্রাপ্ত মেয়র দিয়ে কার্যক্রম চালাতে গিয়ে এমনিতেই উন্নয়ন কর্মকান্ড পিছিয়ে পড়েছে গাজীপুর সিটি করপোরেশনের। মরার উপর খাড়ার ঘা হয়েছে কিরণের মতো অদক্ষ জনপ্রতিনিধি এমন অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তারা বলেন, দুদকের অনুসন্ধান করে দেখা উচিত কি পরিমাণ অবৈধ সম্পদের মালিক বনেছেন ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।
এসব অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102