শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে দারুল আরকাম সরকারি মাদ্রাসার ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ  সম্পন্ন তাহিরপুরে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি” প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সিরাজগঞ্জ তাড়াশে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার গাজীপুরে মাদকদ্রব্যর অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন দক্ষিণ সাতলা-রাজাপুর ৪ কি.মি. ইটের সোলিং রাস্তার বেহাল দশা নকলায় ‘মাদক’কে না বলুন কর্মসূচি বাস্তবায়ন বরিশালে নিরাপদ খাদ্য পরিদর্শকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় গাজীপুরে দারুর রহমান ইসলামিয়া মাদ্রাসায় কোরআন সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীতে পরিবেশ নদী বায়ু দূষণ ডেঙ্গু মশার উৎপাতে জনসচেতনতার দাবিতে মানববন্ধন গাজীপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টঙ্গীতে পাঁচ দফা দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

বশির আলম ( টঙ্গী গাজীপুর) :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৬৫ বার পড়া হয়েছে

বশিরআলম (টঙ্গী গাজীপুর ) :

গাজীপুরের টঙ্গীর কলেজ গেইট এলাকায় নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণসহ পাঁচ দফা দাবি নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মানব বন্ধন করেছেন সুশীল সমাজের নাগরিক ও শিক্ষার্থীরা। একের পর এক সড়ক দুর্ঘটনায় ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা সুশীল সমাজের নাগরিক।
রোববার (১৬ জুলাই) দুপুরে টঙ্গীর কলেজ গেইট এলাকায় প্রথমে শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয় পরবর্তীতেবিভিন্ন ব্যানারে সুশীল সমাজে নাগরিকরা অংশগ্রহণ করে, এ সময় টঙ্গীর একাধিক স্কুল-কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে, এসময় শিক্ষার্থীদের শান্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিআরটি প্রকল্পের উর্ধ্বতন কর্মকতারা ঘটনাস্থলে যান। এসময় শিক্ষার্থীদের পক্ষে ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিড ব্রেকার, স্থায়ী ট্রাফিক পুলিশ মোতায়েন, বিআরটি প্রকল্পের মাঝখানের লেন বন্ধ ও ঘাতক জলসিড়ি বাসের চালক এবং হেলপারের ফাঁসির দাবি করা হয়। পরে পুলিশ ও বিআরটি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে ২ ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা।

 

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, বিআরটি প্রকল্পের হাউজ বিল্ডিং থেকে কলেজগেইট পর্যন্ত এলিভেটেড ফ্লাইওভার সম্প্রতি চালু হয়েছে যার ল্যান্ডিং হয়েছে কলেজ গেট এলাকায়। এখানে গাড়ির চাপ সবসময় বেশি থাকে। ফলে এখান দিয়ে পথচারী পারাপারের যে সুযোগ তা সংকুচিত হয়েছে। সেজন্য আমরা ফুটওভার ব্রিজ চালুর কথা বলেছি অনেক আগে থেকেই। বিআরটি কর্তৃপক্ষ এখানে স্পিড ব্রেকার ও জেব্রা ক্রসিং করবে বলে জানিয়েছেন। ফুটওভার ব্রিজসহ এসব কিছু চালু হলে এই এলাকার সড়ক পারাপার শতভাগ নিরাপদ হবে। বিষয়টি আমরা শিক্ষার্থীদের বোঝাতে সক্ষম হয়েছি, আমরা তাদের দাবির ব্যাপারে আন্তরিক। দুই-একদিনের মধ্যে তাদের দাবি পূরণ করা হবে এমন আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহে টঙ্গীর কলেজ গেইট এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৪ জন মারা যান। আহত হন বেশ কয়েকজন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০৪ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:৪৩ অপরাহ্ণ
  • ১৮:৪৯ অপরাহ্ণ
  • ২০:১১ অপরাহ্ণ
  • ৫:২৪ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102