সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে গাজীপুরে মানবব
প্রথম আলোথর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার (১৯মে) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আকরাম হোসেন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এ ফরিদ এর সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মর্নিং অবজারভার পত্রিকার জেলা প্রতিনিধি কাজী মোঃ মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের কার্যকরি সভাপতি মোস্তাকিম হোসেন খান, সহসভাপতি সাইফুল ইসলাম মানিক, মনির হোসেন সরকার, সাবেক যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ ফজলুল হক, প্রচার প্রকাশনা সম্পাদক বিল্লাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের দুর্নীতির অনেক প্রতিবেদন করেছেন। তার মতো একজন সিনিয়র ও দায়িত্বশীল সাংবাদিককে সচিবালয়ে আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়েছে। একই সাথে তার বিরুদ্ধে মিথ্যা মামলাও দেয়া হয়েছে। এর পেছনে মদদদাতা রয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অভিযুক্ত অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেছা বেগমসহ মদদদাতাদের শাস্তি নিশ্চিত করা হোক। পরিশেষে তারা আরও বলেন, যদি অনতিবিলম্বে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা না হয় তাহলে গাজীপুরের সাংবাদিক নেতারা সারা বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে কঠিন থেকে কঠিনতম কর্মসূচী পালন করা হবে।