সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে অটো রিকশা চালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের হাতে নৃশংসভাবে অটো চালক খুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মামুন মন্ডল গ্রেফতার স্মার্ট কার্ড বিবরণী অনুষ্ঠান সেবা কেন্দ্র পরিদর্শনে শাহ রিয়াজুল হান্নান উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত

গাজীপুরে সাংবাদিক পুত্রকে কুপিয়ে গুরুতর আহত করেছে দূবৃত্তরা | সময়ের দেশ

কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র কলেজ ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম অনিক কে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ক্ষত বিক্ষত করেছে দূবৃত্তরা। গাজীপুর মহানগরীর সদর থানাধীন দক্ষিণ ছায়াবিথী কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গাজীপুর সদর থানায় মামলা করেছেন ভুক্তভোগীর বাবা সাংবাদিক সামসুদ্দিন জুয়েল। এ বিষয়ে প্রত্যক্ষদর্শী কাজী আজিমউদ্দিন কলেজ এর ছাত্র মেরাজুর রহমান স্বাধীন, মোঃ শান্ত, মোঃ তুষার, মোঃ আসাদ, মোঃ মেহেদী, মোঃ মনির হোসেন, মোঃ রুদ্র জানায় দক্ষিণ ছায়াবীথি কাজী আজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে, সেলিম রেজার ছেলে ফাহিম রেজা গাজীপুরে আলোচিত যুবলীগ নেতা লিয়াকত হত্যার আসামি বিগত কিছুদিন যাবৎ আওয়ামী লীগ এর ব্যানার ফেস্টুন লাগানো ও ব্যাক্তিগত বিষয়াদি নিয়ে কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগ নেতা সামছুল ইসলাম অনিক এর সহিত শত্রুতা করিয়া আসিতেছে। গত বুধবার ১০ই নভেম্বর দুপুর ২টার সময় কাজী আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয় মাঠ লিচু তলায় (রেগডে এইচএসসি বেচ ২০২১) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে একদল দূবৃত্তরা দেশীও অস্ত্র দিয়ে কুপিয়ে বেদরক মারপিট করে গুরুতর জখম করে ঘটনাস্থলে মৃত ভেবে ফেলে চলে যায়। গুরুতর জখম হয়ে মাটিতে পড়িয়া গেলে ঘটনা দেখিয়া ডাক চিৎকারে উপস্থিতে কলেজের ছাত্ররা এগিয়ে আসলে ঘটনাস্থলে থাকা দূবৃত্তরা অস্ত্রে ভয় দেখিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় গাজীপুর সদর মেট্রো থানা পুলিশ সংবাদ পাইয়া ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও সহপাঠী অন্যান্য ছাত্ররা সামছুল ইসলাম অনিক কে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে আজিমউদ্দিন কলেজ বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক হারুন অর রশীদ বলেন, আমার কলেজের একজন ছাত্রকে বহিরাগতরা আহত করেছে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ১০ ই নভেম্বর বুধবার রাতে গাজীপুর সদর থানায় ৬জনকে বিবাধি করে একটি মামলা দায়ের হয়েছে। আসামীরা হলেন, ফাহিম রেজা পিতা সেলিম রেজা, মোঃ ইমন পিতা নজরুল ইসলাম, রাজা সরকার পিতা কাজিন উদ্দিন, মোঃ সাগর পিতা রফিকুল ইসলাম চৌধুরী, কামরুল ইসলাম শাকিল পিতা আবুল হোসেন, আমিনুল ইসলাম জীবন পিতা অজ্ঞাত সহ অজ্ঞাত নামা আরো ২/৩ জন। মামলা নং ২১। এ বিষয়ে অফিসার্স ইনচার্জ তদন্ত সৈয়দ রাফিউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এই ঘটনায় মামলা হয়েছে আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102