গাছা প্রেসক্লাবে প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী প্রেরণ করেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহ্সান রাসেল এমপি।
প্রেসক্লাবের সদস্যদের মাঝে ঈদুল ফিতরের দিন উপহার সামগ্রী বিতরণ করেন, গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ড কাউন্সিলর আগামীর মেয়র প্রা।র্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল।
প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন বলেন, মন্ত্রী মহদোয়ের সহযোগিতার মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ক্লাবের সদস্যদের মাঝে বিতরণ করতে পেরে আমি আনন্দিত।
সাধারণ সম্পাদক আঃ হামিদ বলেন, মাননীয় মন্ত্রী মহোদয় গাছা প্রেসক্লাবে উপহার সামগ্রী প্রেরণ করায় আমরা অত্যান্ত খুশি হয়েছি এবং আমরা কৃতজ্ঞতা পোষণ করছি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাছা প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক টিটু কান্তিকর, সহ-সাংগঠনিক সম্পাদক জুম্মন খান,
অর্থ সম্পাদক সোহেল মিয়া, দপ্তর সম্পাদক মোঃ রবিন, নির্বাহী সদস্য নজরুল ইসলাম, নির্বাহী সদস্য এমারত হোসেন বকুল, সদস্য আঃ খালেক, সদস্য রাজু আহমেদ, সদস্য আলেক চাঁন, সদস্য জনি, সদস্য শফিক, সদস্য জিয়া প্রমুখ।