।”কাজ হোক মানুষের জন্য, জয় হোক মানবতার” এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সুবিধা বঞ্চিত দারিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে জামিরতা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৫ ব্যাচের শিক্ষার্থীরা।
আমরা সবাই আমাদের বর্তমান প্যানডেমিক পরিস্থিতি (মহামারি করোনা ) সম্পর্কে অবগত আছি । করোনার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমাদের সরকার সারাদেশব্যাপী কয়েক দফায় লকডাউন ঘোষণা করেন। যে লকডাউন এর শিকার সবথেকে বেশি হচ্ছে আমাদের মধ্যে যারা নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া দিনমজুর মানুষ । আমরা যদি একবার আমাদের মত মধ্যবিত্ত দের দিকেই তাকাই তাহলে দেখতে পাব আমাদের বর্তমান সিচুয়েশন টা অনেক খারাপ । তাহলে একবার ভাবুন আমাদের চেয়ে যারা নিম্নবিত্ত আছে তাদের পরিস্থিতি টা কেমন হবে ? ভাবলেই গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে । তারা এখন তাদের তিন বেলা খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছে । এমত সময়ে আসন্ন ঈদুল ফিতর এর ঈদ উপলক্ষে ভালো কিছু খাবার এর কথা চিন্তা করা তাদের কাছে যেন বিলাসিতায় মাত্র । তাই এই ঈদকে সামনে রেখে ঈদ উপহার বিতরণের বিষয়ে প্রথমবারের মতো উদ্যোগ গ্রহণ নেন জামিরতা উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আব্দুল আলীম এবং তার সাথে সহযোগিতা করেন তার কিছু বন্ধু শরীফ, মেহেদী, মামুন, মাহবুবুল আলম ও শামীম । এমন উদ্যোগ কে স্বাগত জানিয়ে অত্র বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৫ ব্যাচ এর সকল শিক্ষার্থীদের সহযোগিতায় ঈদ উপহার পৌঁছে দেয়া হয় প্রায় ৬০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ।
তাদের এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে
১। চাউল
২। ডাউল
২। লবণ
৩। তেল
৪। দুধ
৫। সেমাই
৬। চিনি ও সাবান।
বিভিন্ন গ্রামের দুঃস্থ পরিবারের তালিকা করে তাদের বাড়িতে পৌছে দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এ ব্যাপারে উদ্যেগে নেওয়া শিক্ষার্থীরা বলেন , এমন উদ্যেগ গ্রহণ না করলে বুঝতেই পারতাম না যে আমাদের এসএসসি ২০১৫ ব্যাচের বন্ধুরা এতটা মানবিক । সকল বন্ধুদের ঐক্যবদ্ধ থাকলে আগামীতে এ ধরনের বিভিন্ন মানবিক কাজ করতে পারবে বলে আশা ব্যক্ত করেন ।