এম উজ্জ্বল: শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। রবিবার (৯ মে) ২৬ রমজান নালিতাবাড়ী পৌর শহরের বিভিন্ন স্থানে রোজাদার দরিদ্র, অসহায়, গরীব পথচারিদের মাঝে শতাধিক ইফতার বিতরণ করা হয়।
আয়োজিত ইফতার বিতরণে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জেমিম আল রিয়াদ, পরিচালনা পরিষদের সদস্য সিদরাতুল মুন্তাহা ও জোবায়ের আহম্মেদ জয়, সহ-সভাপতি মোহাম্মদ নুরউজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন চন্দ্র শীলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
জাগ্রত মানবতা স্বেচ্ছাসেবী সংগঠনের এই ধরনের আয়োজনে বরাবরের মত এবারও সার্বিক সহযোগিতা করেন নালিতাবাড়ী পৌরসভার মেয়র আলহাজ্ব আবু বক্বর সিদ্দিক বাক্কার।
শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে রোজাদার দরিদ্র, অসহায়, গরীব পথচারিদের মাঝে বিতরণ করে নিজেদের ধন্য মনে করেছেন ও এই ধরনের কাজে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। পাশাপাশি যারা এই ধরনের কাজে তাদের সহযোগিতা করেছেন তাদের ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি জেমিম ও পরিচালনা পরিষদের সদস্য সিদরাতুল মোন্তাহা।