বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুর ৬ আসন পূর্ণবহালের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ কাপাসিয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে ষড়যন্ত্রমূল সংবাদ প্রচারে পরিবারের সংবাদ সম্মেলন কাপাসিয়ায় এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার ও সনদপত্র প্রদান টঙ্গীতে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি সবুজ সম্পাদক জিন্নাহ টেকনাফে ইউনুস মেম্বার হত্যায় চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের কাপাসিয়ায় সরকারি বন উজাড়ের তথ্য সংগ্রহের সময় বন দস্যুদের হামলায় ৩ সাংবাদিক আহত, আটক ৩ কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপির মিডিয়া সমন্বয়কারীর মতবিনিময় ৩৩ নং ওয়ার্ড আ.লীগ নেতা আনোয়ার হোসেনের বিরুদ্ধে ভূমিদস্যুতা ও চাঁদাবাজির অভিযোগ টঙ্গীতে শোভন কর্ম দিবস ২০২৫ পালন উপলক্ষে বিলস এর আলোচনা অনুষ্ঠান

শ্রীপুরে ঋণের চাপে বলি নিহত পরিবারের পাশে ব্যবসায়ী সাদ্দাম হোসেন অন্তর সময়ের দেশ

জাহিদ বকুল ঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মে, ২০২১
  • ৪৩০ বার পড়া হয়েছে
শ্রীপুরে এনজিওর কিস্তি টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যায় বলি হওয়া সেই পরিবারের পাশে দাঁড়ালেন তরুণ ব্যবসায়ী সাদ্দাম হোসেন অন্তর

গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামে এনজিওর কিস্তির টাকা পরিশোধের চাপে বিষপাণে আত্মহননকারী রুবেল মিয়ার তিন ছেলে-মেয়েকে ঈদের নতুন জামাকাপড় ও ঈদ সামগ্রী কিনে দিলেন পুস্পদাম রির্সোটের ব্যবস্থাপনা পরিচালক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (অনন্ত)।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে সাদ্দাম হোসেন রুবেল মিয়ার তিন ছেলে-মেয়েকে বাড়ি থেকে নিজের প্রাইভেটকারে মাওনা চৌরাস্তা থেকে তাদের পছন্দমত নতুন জামাকাপড়,জুতা কিনে দেন। রুবেলের তিন ছেলে-মেয়ে আরাফাত হোসেন, শাহাদাত হোসেন ও রুমেলা আক্তার তাদের পছন্দমত ঈদের নতুন জামাকাপড় কিনে দেন। তারপর ঈদ সামগ্রী কিনে নিজের গাড়িতে করে তাদের বাড়ি পৌঁছে দেন।


নিহত রুবেলের স্ত্রী সেলিনা আক্তার বলেন, রুবেল শারীরিক প্রতিবন্ধী। প্রতিবন্ধী স্বামীকে নিয়ে স্ত্রী সেলিনা সংসারের হাল ধরছিলেন। কৃষিকাজকে প্রাধান্য দিয়ে দারিদ্রতার সাথে যুদ্ধ করে জীবন চলছিল তাদের। বাড়ির আঙ্গিনায় পতিত জমি চাষে টাকার সংকট পড়ায় পিদিম ফাউন্ডেশন, জামিরদিয়া মাষ্টারবাড়ী শাখা থেকে পাঁচ মাস মেয়াদী ২০হাজার টাকা ঋণ নেন। গত ১০ই মার্চ মেয়াদ শেষ হলে ঋণ পরিশোধ করতে না পারায় উৎকন্ঠায় ভূগছিলেন। গত বুধবার (২৮ এপ্রিল) পিদিম ফাউন্ডেশনের মাঠকর্মী নাঈম বাড়িতে এসে ঋণের টাকার জন্য চাপ প্রয়োগ করেন। পরে রুবেল শনিবার (১ মে) ঋণের টাকা পরিশোধে আশ্বাস দিলে মাঠকর্মী চলে যান।

সেলিনা আক্তার আরও বলেন, গত শনিবারও কোন টাকা জোগাড় করা সম্ভব হয়নি। মাঠকর্মী আসলে তাকে কয়েকঘন্টা পর আসতে বলেন রুবেল। এনিয়ে তার স্বামীর মধ্যে হতাশা তৈরী হয়েছিল। বিভিন্ন জায়গায় ঘুরেও টাকা সংগ্রহ করতে না পারায় শনিবার দুপুরে সে ঘরে থাকা কীটনাশক পান করে। বাড়ির উঠানে গোঙানীর শব্দ পেয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

তরুণ উদীয়মান ব্যবসায়ী সাদ্দাম হোসেন (অনন্ত) বলেন,আত্মহননকারী রুবেলের পরিবার চাইলে তার তিন ছেলে-মেয়ের লেখাপড়ার দায়িত্ব বহন করবো। টাকার অভাবে যাতে তাদের লেখাপড়া বন্ধ না হয় তার জন্য সব সময় সহযোগিতা করবো। উল্লেখ্য, গত শনিবার (২ মে) বিকেলে ডোমবাড়ীচালা গ্রামের নিজ বাড়িতে বিষপাণে আত্মহত্যা করেন রুবেল। নিহত রুবেল ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৬ পূর্বাহ্ণ
  • ১১:৪৬ পূর্বাহ্ণ
  • ১৫:৩৯ অপরাহ্ণ
  • ১৭:১৮ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:১০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102