বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ  তাড়াশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি করা হচ্ছে বললেন –ইকবাল হাসান মাহমুদ টুকু টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল সিরাজগঞ্জ তাড়াশে ৫নং নওগাঁ ইউনিয়নে ৪ হাজার কেজি ভিজিএফের চাল জব্দ কাপাসিয়ায় টিএসডিএ-কুরআনের আলো সিজন-৫ এর ফাইনাল পর্ব ও ইফতার টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল নির্ভয়া বাংলাদেশ” সিরাজগঞ্জ জেলা শাখা কমিটি অনুমোদন সভাপতি-এস,এম,রুহুল তাড়াশী, সাধারণ সম্পাদক -লিটন সরকার না ফেরার দেশে চলে গেলেন মির্জা আব্দুল জব্বার বাবু

২০ দিন পর রাজপথে গণপরিবহন, চলবে প্রতি সিটি ও জেলার অভ্যন্তরে

সময়ের দেশ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯৪ বার পড়া হয়েছে

চলমা মেনে লকডাউনের কারণে প্রায় ২০ দিন বন্ধের পর গণপরিবহন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মে) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলছে বাস। বিভিন্ন টার্মিনাল থেকে যাত্রা শুরু করে রাজধানীর ভেতরে যাতায়াত করছে এগুলো। চলমান লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয় সরকার। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চলাচল শুরু হলো। তবে কোনও গণপরিবহন জেলার সীমানা অতিক্রম করতে পারবে না।

সকাল থেকে রাজধানীর বেশ কয়টি এলাকা ঘুরে দেখা গেছে, বাসের জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। বিশেষ করে অফিস যাওয়ার জন্য সকালে যারা রাস্তায় বের হয়েছেন তারাই বাসের জন্য অপেক্ষা করছেন। এছাড়া যাত্রীর চাপ কিছুটা কম। বাসগুলোতে পাশাপাশি দুই সিটের একটি খালি রেখে যাত্রী পরিবহন করতে দেখা গেছে।
টেকনিক্যাল মোড়ে বাসের জন্য অপেক্ষারত কাজল মিয়া বলেন, বাসের জন্য অপেক্ষায় রয়েছি। তবে আজ প্রথম দিন হওয়ায় মনে হচ্ছে বাসের সংখ্যা কম। এরপরও বাস চালু হয় আমাদের জন্য ভালো হয়েছে।
এদিকে, দিশারী পরিবহনের চালক মামুন জানান, লকডাউনের কারণে আমাদের পরিবার নিয়ে চলতে অনেক সমস্যা হচ্ছিলো। এখন আমরা বাস চালানোর সুযোগ পেয়েছি। স্বাস্থ্যবিধি মেনে আমরা যাত্রী পরিবহন করছি এবং করবো।
এছাড়া বেশ কয়েকটি রুটের বাসের দেখা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী দুই সিটে একজন করে যাত্রী পরিবহন করা হচ্ছে। সকাল থেকে যাত্রীর চাপ কিছুটা কম থাকায় পরিবহনের চালক ও হেলপাররা অতিরিক্ত যাত্রী ওঠানোর সুযোগ পাচ্ছেন না।

এদিকে, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখভালের জন্য পরিবহন মালিক কিংবা শ্রমিক সংগঠনের কাউকে দেখা যায়নি।
উল্লেখ্য, যেসব শর্তে গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে সেগেুলো হলো- মাস্ক ছাড়া কোনও যাত্রী গাড়িতে উঠতে পারবেন না; গাড়ির স্টাফদের মাস্ক সরবরাহ করবে গাড়ির মালিক কর্তৃপক্ষ; গাড়িতে সিটের অর্ধেক যাত্রী বহন করতে হবে, অর্থাৎ প্রতি দুই সিটে একজন যাত্রী বসবেন।

 

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৪৬ পূর্বাহ্ণ
  • ১২:০৮ অপরাহ্ণ
  • ১৬:২৮ অপরাহ্ণ
  • ১৮:১৫ অপরাহ্ণ
  • ১৯:২৮ অপরাহ্ণ
  • ৫:৫৭ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102