স্টাফ রিপোর্টারঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসী ও মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানিয়েছে সময়ের দেশ পরিবার।
আজ এ উপলক্ষে এক বার্তায় সময়ের দেশ পরিবারের পক্ষে সম্পাদক জাহিদুর রহমান বকুল সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের মাস। সমগ্র মুসলিম উম্মাহ যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ মাস পালন করে থাকে। সিয়াম ধনী-গরিব সকলের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে।
পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তিনি।