দিনাজপুরের বিরামপুরে মাদকসেবন ও মুদি দোকানে মাদকসেবিদের মাদকসেবনে সহযোগিতা করার অপরাধে দুই জনকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
(১৯ মার্চ) রবিবার বিকেল ৫ টার দিকে বিরামপুর পৌরশহরের পুরাতন বাজারে মুদিখানার দোকানে মাদকসেবনের আসর বসানোর অভিযোগে শ্রী: গোপাল সরকার, পিতা: শ্রী: দিজেন্দ্রনাথ সরকার, সাং: ইসলামপাড়া, বিরামপুর জেলা, দিনাজপুর কে ভ্রাম্যমাণ আদালতে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, পরিমল কুমার সরকার।
বিরামপুর থানার উপপরিদর্শক তাজরুল ইসলাম এবিষয়ে জানতে চাইলে বলেন পুরাতন বাজারে গোপালের মুদি দোকানে নিয়মিত মাদকের আসর বসে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালের দোকান থেকে বাংলা মদের প্রায় পঞ্চাশ টি খালি বোতল জব্দ করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি উক্ত স্থানে উপস্থিত হয়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
একইসাথে বিরামপুর পৌর শহরের বকুলতলা এলাকায় বসতবাড়িতে মাদকসেবনের অপরাধে আরো একজনকে ১ বছর ৬ মাস (দেড় বছর) বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।
এবিষয়ে ইউএনও পরিমল কুমার সরকার বলেন, মাদকসেবন ও মুদিদোকানে মাদকের আসর বসানোর অভিযোগে দুই জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছি এবং গোপালের মুদি দোকানে জব্দকৃত বাংলা মদের খালি বোতল গুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামীদ্বয়কে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান।