শেরপুর জেলার নকলা উপজেলার ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাব’র নতুন সদস্য অন্তর্ভূক্তির আবেদন যাচাই বাছাই উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১০ টার সময় প্রেস ক্লাব অফিসে নতুন সদস্য অন্তর্ভূক্তির আবেদন যাচাই বাছাই উপকমিটির আহবায়ক বিশিষ্ট কবি-কলামিস্ট, প্রথিতযশা সাংবাদিক তালাত মাহমুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আবেদন যাচাই বাছাই উপকমিটির যুগ্ম আহবায়ক প্রথিতযশা সাংবাদিক আলহাজ্ব মাহবুবুর রহমান ও সিনিয়র সাংবাদিক আব্দুর রফিক।
নকলা প্রেস ক্লাব’র নতুন সদস্য অন্তর্ভূক্তির আবেদন যাচাই বাছাই উপকমিটির নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে নতুন সদস্য হতে আগ্রহী ও যথাযথ যোগ্যতা সম্পন্ন স্টাফ বা বিশেষ বা নিজস্ব বা জেলা বা উপজেলায় কর্মরত সাংবাদিকগনের আবেদন সমূহের বিস্তারিত তথ্য উপাত্ত নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ উপস্থিত সকলের সামনে উপস্থাপন করেন। আগামী কয়েক দিনের মধ্যে আবেদন যাচাই বাছাই করে বৈধা আবেদনকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নতুন সদস্য অন্তর্ভূক্তির আবেদন যাচাই বাছাই উপকমিটির নেতৃবৃন্দরা।
এসময় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন; সাংগঠনিক সম্পাদক নূর হোসেন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য মোফাজ্জল হোসেন, রেজাউল হাসান সাফিত ও সীমানুর রহমান সুখনসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যগন ও সাংবাদিক-সংবাদপ্রেমী তথা নকলা প্রেস ক্লাবের শুভাকাঙ্খি রাশেদুল কিবরিয়া রাশেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী ‘নকলা প্রেস ক্লাব’-এর নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক গত ১৫ ফেব্রুয়ারী (বুধবার) প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক সভায় নতুন সদস্য পদ প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এ সিদ্ধান্ত মোতাবেক ‘নকলা প্রেস ক্লাব’-এর নতুন সদস্য হতে আগ্রহী ও যথাযথ যোগ্যতা সম্পন্ন স্টাফ বা বিশেষ বা নিজস্ব বা জেলা বা উপজেলায় কর্মরত সাংবাদিকগনের নিকট আবেদনপত্র আহ্বান করা হয়। নতুন সদস্য হতে আগ্রহীদের কিছু শর্ত দেওয়া হয়, শর্ত সমূহের মধ্যে- নকলা প্রেস ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক যথাযথ যোগ্যতা সম্পন্ন আগ্রহীদেরকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ও নকলা উপজেলার স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। তাছাড়া নতুন সদস্য হতে ইচ্ছুকদেরকে নকলা প্রেস ক্লাবের নির্ধারিত ফরমে ১৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) থেকে ২৮ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৯ টা পর্যন্ত নকলা প্রেস ক্লাব অফিস (উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলা) থেকে বা দপ্তর সম্পাদকের নিকট থেকে রশিদের মাধ্যমে নির্ধারিত ৫০০/- (পাঁচশত) টাকা ফি’র বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ ও জমা করতে বলা হয়। আবেদনপত্রে উল্লেখিত প্রয়োজনীয় সকল তথ্যাদিসহ আবেদন করতে বলা হয়। তবে কোন তথ্য/উপাত্ত সংযোজন করা না হলে বা সংযোজিত তথ্যে যাচাই বাছাই উপকমিটির কাছে গড়মিল/নকল/জালিয়াতি পরিলক্ষিত হলে উপকমিটির সুপারিশের ভিত্তিতে প্রেস ক্লাবের নির্বাহী পরিষদ কর্তৃক তা বাতিল বা নাকচ বলে গণ্য হবে। যে কোন আবেদন গৃহীত বা নাকচ হলে অথবা বৈধ বা অবৈধ ঘোষণা করা হলে, এর জন্য আবেদন যাচাই বাছাই উপকমিটি ও প্রেস ক্লাবের কেউ কারো কাছে কোন প্রকার কারণ দর্শাতে বাধ্য থাকবেন না মর্মে সুস্পষ্ট জানিয়ে দেওয়া হয়।