আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ উল্লাপাড়ার স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সহধর্মিনী মাহিন ইমাম পূর্ণিমাগাতী মহিলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মহিলা আওয়ামী লীগের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন।
উক্ত মত বিনিময় সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন পূর্ণিমাগাতী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের
সভাপতি ফরিদা ইয়াসমিন (তোতা) উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার আলো,
উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবলি ইসলাম কবিতা, উল্লাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাভলী খন্দকার সহ সকল ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক বৃন্দ।
মাহিন ইমাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এ সময় তিনি স্থানীয় সংসদ তানভীর ইমামের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি সবাইকে নির্দেশ দেন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যদি কোন দল জ্বালাও পোড়াও শুরু করেন তাহলে আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলবেন।