দিনাজপুরের বিরামপুরে বাড়ির দুতলা ভবনের গ্রীলে দড়ি বেঁধে রঙের কাজ করার সময় শাহিনুর ইসলাম (৩৫) নামে রং মিস্ত্রির মৃত্যু হয়েছে।
(৪ ফেব্রুয়ারি) শনিবার বিকেল সাড়ে ৩ টায় পৌর শহরের ইসলাম পাড়া এলাকায় জহিরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহীনুর ইসলাম (৩৫)উপজেলা মুকুন্দপুর ইউনিয়নের পটুয়াকোল গ্রামের লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে জহিরুলের বাসায় রঙের কাজ চলছিল। আজ দুপুরের দু’তলার বাহিরের অংশে রংয়ের কাজ করছিলো শাহীনুর ইসলাম। বাড়ির রেলিং ঘেঁষা বৈদ্যুতিক মিটারের তারে জড়িয়ে তাঁর শরীরের আগুন ধরে যায়।
পরে রেলিংয়ে শাহিনুরের মরদেহ ঝুলতে থাকতে দেখে স্থানীয় ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা শাহিনুরের মরহদেহ উপর থেকে নামিয়ে নিয়ে আসে।
বিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ধারনা করা হচ্ছে পাশে থাকা বিদ্যুতের তারের শর্ট সার্কিটের কারনে আগুন লেগে এমন ঘটনা ঘটেছে।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।