প্রতি বছরের ন্যায় এবছরও নিয়মিত ইফতার বিতরণ করছে মুসাফির ইশকুল। ১ মে শনিবার গাজীপুর সিটিল জয়দেবপুর রেলওয়ে জংশনের আশেপাশে এলাকায় ৬৫ শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন সংগঠনেটি।
ইফতার বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মুসাফির ইমরান, খালেদ শামস, সজীব হোসেন, আব্দুস সালাম, খালিদ হাসান, আদনান প্রধান প্রমুখ।
সংগঠনটির শিক্ষার্থীরা ইফতার পেয়ে খুশির হাসি হেসেছে। তারা ইফতারের সময় হলেই অপেক্ষা করে কখন ইফতার নিয়ে আসবেন ভাইয়ারা। তবে সব সময় আর্থিক সংকটের কারণে ইফতার দেওয়া সম্ভব হয় না বলে জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। তবুও তাদের চেষ্টা অব্যহত থাকে।
উল্লেখ্য, “আমরা কিছু মুসাফির, গড়ে তুলবো সুখের নীড় এই শ্লোগানে ২০১৬ সালে গড়ে উঠেছে মুসাফির ইশকুলটি। প্রতিষ্ঠাকাল থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন ভাসমান, অবহেলিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। সংগঠনটি বাচ্চাদের স্কুলে ভর্তি করানো থেকে শুরু করে শিক্ষা উপকরণ প্রদান, স্কুল ড্রেস, প্রাইভেট, চিকিৎসা, খাবার সরবরাহ, শীতবস্ত্র বিতরণ সহ নানা ভাবে সহযোগিতা করে থাকেন। তারা চেষ্টা করছেন সুবিধাবঞ্চিত শিশুদের আলোর পথ দেখানোর।
সংগঠনের সভাপতি মুসাফির ইমরান বলেন, দীর্ঘদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু করোনা মহামারী এই দুঃসময়ে আমরা কাজ করতে গিয়ে খুব কষ্টের সম্মুখীন হচ্ছি। আমাদের এখানে যারা পড়ালেখা করে তাদের অভিভাবকরা স্টেশন কেন্দ্রীক আয় রোজকার করে। করোনার জন্য সেই সামান্য উপার্জনও বন্ধ হয়ে গিয়েছে। তারা খুব কষ্টে দিনযাপন করছে যা আমাদের খুব পীড়া দেয়।