“আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দুর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার ৪ ফেব্রুয়ারী ২০২৩ রাজধানীর উত্তরাস্থ আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালে দিন ব্যাপী পালিত ক্যান্সার দিবস ২০২৩।
সকাল ১১টায় র্যালি ও কেক কাটার মাধ্যমে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন অত্র হাসপাতালের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক, দেশ বরেন্য ক্যান্সার চিকিৎসক অধ্যাপক ডাঃ কামরুজ্জামান চৌধুরী । অনুষ্ঠানের মধ্যে “প্যানেল ডিস্কাসন” ও আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল কর্তৃক প্রথম প্রকাশিত “এএমসিজিএইচ ক্যান্সার রেজিস্ট্রি রিপোর্ট এর মোড়ক উন্মোচন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ ও এএমসিজিএইচ-এর গভর্নিং বডির সদস্য অধ্যাপক ডাঃ এম এ হাই, স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন শাখা) জনাব মোঃ সাইদুর রহমান, আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মোহাম্মদ রোবেদ আমিন, লাইন ডিরেক্টর (এনসিডিসি)।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা আহছানিয়া মিশন মেডিকেল কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ, অধ্যাপক ডাঃ দিপক কুমার সান্যাল, ঢাকা আহছানিয়া মিশনের অতিথি বর্গের সাথে আরো ছিলেন দেশ বরেন্য ক্যান্সার বিশেষজ্ঞগন ও অত্র হাসপাতালের চিকিৎসক, উচ্চ পদস্থ কর্মকর্তাগন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি ও এএমসিজিএইচ-এর গভর্নিং গডির চেয়ারম্যান কাজী রফিকুল আলম।