মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

করোনা পজেটিভ হওয়ায় তাড়িয়ে দেওয়া সেই পরিবারকে শেরপুরে উপহার সামগ্রি প্রদান | সময়ের দেশ

এম. উজ্জ্বল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩০১ বার পড়া হয়েছে

মানবতার বিপর্যয় যেন ছেয়ে গেছে পুরো বিশ্ব। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে ও ব্যাস্ত থাকে বিশ্লেষণ কষে। মানবতার বিপর্যয়ের বড় কারণ হিসেবে একজনের বিপদে অন্য একজন দাঁড়ানোর কথা শুধু কাগজে কলমে প্রয়োগ থাকলেও তা বাস্তবে দেখা পাওয়া যেন সোনার হরিণ। তেমনি একটি বিরল ঘটনা ঘটে যা মানবতাকে স্পর্শ করে যায়।

গত বুধবার (২৮ এপ্রিল) ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পরীক্ষার পর পাঁচ সদস্যের পরিবারের সবাই করোনা পজেটিভ রিপোর্ট আসে। একটি বেসরকারি টিভি চ্যানেল (নাগরিক টিভিতে) এই পরিবারের আর্তনাদ প্রকাশ করা হলে তাৎক্ষনিক সামাজিক মাধ্যমে তা ভাইরাল হয়।

সুত্রে জানা যায়, ঢাকায় দারোয়ানের চাকুরি করা আনোয়ারুল স্বপরিবারে থাকেন বসুন্ধরা আবাসিকের জি -ব্লকের ১৭ নাম্বার রোডের ১২ নাম্বার বাড়িতে। চাকুরির সুবাধে পাঁচ সদস্যের পরিবার নিয়ে থাকেন ঐ বাড়িতে। আনোয়ারুল গত বুধবার (২৮ এপ্রিল) ঢাকার কুর্মিটেলা জেনারেল হাসপাতালে পরীক্ষার পর পাঁচ সদস্যের পরিবারের সবাই করোনা পজেটিভ হন। করোনাভাইরাসে আক্রান্ত হলে হাসপাতালে তাদের প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রয়োজনীয় ১০ দিনের ঔষধ দেন। ভোক্তভোগী হাসপাতালে তাদেরকে ভর্তি নেননি বলে অভিযোগ করেছেন। আক্রান্তের ঘটনাটি বাড়ী ওয়ালা জানতে পারলে তাদেরকে পরিবারসহ আর বাসায় থাকতে দেয়নি। বাড়ি ওয়ালা এই ভাড়াটিয়াকে নিয়ে ঝুকি নিতে চাননি বলে মুঠোফোনে সাফ জানিয়ে দেন ।ওকে

এমতাবস্থায় পরিবারটি কনক্রিটের এই শহরে মাথার উপরে নেই কোন ছায়া, নেই কেউ পাশে দাঁড়িয়ে একটুখানি মানবতার হাত বাড়াবার। আক্রান্ত ঐ ব্যাক্তি আনোয়ারুলের গ্রামের বাড়ী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার, কাকরকান্দি ইউনিয়নের, শালমারা পিঠাপুনি গ্রামে। পরিবারের সবাই আক্রান্ত হলে তাদের চিকিৎসা সহ থাকা খাওয়ার কোন উপায় না পেয়ে গ্রামের বাড়ি ফেরত আসতে বাধ্য হন।
এতগুলো মানুষের খাবার নিত্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা মেটাতে হিমশিম খাওয়া পরিবারের পাশে দাঁড়িয়েছেন নালিতাবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম। স্বপরিবারের এই খবরটি শুনে ব্যথিত হয়ে প্রাথমিক ভাবে পরিবারের জন্য চাউল, তেল, সাবান, লাউ, পিয়াজ, হুইল পাউডার, মুড়ি, ছোলা, মশুড়ির ডাল, নুনা ইলিশ, চিনি ইত্যাদি উপহার পাঠিয়ে দিয়ে তাদের পাশে দাড়ান।


এবং তাদের পাশে দাঁড়াবার জন্য সমাজের বিত্তশালীদের আহবান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৫:৩৬ অপরাহ্ণ
  • ১৭:১৫ অপরাহ্ণ
  • ১৮:৩৪ অপরাহ্ণ
  • ৬:৩০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102