গাজীপুরে ৩০ হাজার টাকায় বিক্রি হওয়া এক শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে টঙ্গী পূর্ব থানা-পুলিশ। গত বুধবার রাতে ঢাকার দোহার থেকে উদ্ধারের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে তার মা-বাবার কোলে তুলে দেন থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত।
এ সময় সন্তানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। গতকাল বিকেলে টঙ্গী পূর্ব থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (অপরাধ) মাহবুব উজ জামান।
উপকমিশনার বলেন, ‘গত মঙ্গলবার অভাবের কারণে শিশু হোসেনকে ৩০ হাজার টাকায় ঢাকার দোহারের বাসিন্দা স্বর্ণা-কাশেম দম্পতির কাছে বিক্রি করে দেন টঙ্গীর আরিচপুরের মাসুম-লিমা দম্পতি। এরপর থেকে সন্তান হারিয়ে মুষড়ে পড়েন তারা। বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রতিবেশীরা জানালে পুলিশ শিশুটিকে উদ্ধারে তৎপর হয়। একপর্যায়ে গত বুধবার রাতে শিশুটিকে দোহার থেকে উদ্ধার করে পুলিশ। নিঃসন্তান দম্পতির কাছ থেকে নেয়া ৩০ হাজার টাকা ফেরত দিয়েছে পুলিশ। এ ছাড়া অভাবগ্রস্ত মাসুমকে ১৫ হাজার টাকা বেতনে একটি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হয়েছে।’
শিশুটিলিমার মা হনুফা জানান, চিকিৎসার খরচ ও ঋণ পরিশোধের টাকা জোগাতে ৪৭ দিনের শিশু হোসেনকে দোহারের নিঃসন্তান দম্পতি কাশেম-স্বর্ণার কাছে বিক্রি করে দেন। এরপর সারা রাত ঘুমাতে পারেননি।
লিমা জানান, শিশুটিকে কিনতে নিঃসন্তান দম্পতি ১ লাখ টাকা দিতে চেয়েছিল। কিন্তু তাদের (লিমা) ঋণ ৩০ হাজার টাকা। তাই ৩০ হাজারে বিক্রির সিদ্ধান্ত নেন। পরে অবস্থা দেখে পুলিশ শিশুটিকে ফিরিয়ে এনেছে।