সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কাশিমপুরে অটো রিকশা চালক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজন আটক গাজীপুরের কাশিমপুরে মাদক ব্যবসায়ীদের হাতে নৃশংসভাবে অটো চালক খুন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মামুন মন্ডল গ্রেফতার স্মার্ট কার্ড বিবরণী অনুষ্ঠান সেবা কেন্দ্র পরিদর্শনে শাহ রিয়াজুল হান্নান উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত

তাড়াশে আড়াইশো বছরের পুরাতন দই মেলা | সময়ের দেশ

এস,এম,রুহুল, তাড়াশী, সিরাজগন্জ জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের তাড়াশে স্বরস্বতী পূঁজা উপলক্ষে আড়াইশো বছরের পুরাতন দই মেলাকে ঘিরে এলাকায় সাঁজ সাঁজ রব পড়ে গেছে। বুধবার (২৬ জানুয়ারী) সকাল থেকে নামিদামি ঘোষদের দই আসার মধ্য দিয়ে তাড়াশের প্রায় আড়াই’শ বছরের ঐতিহ্যবাহী দইয়ের মেলা শুরু হয়েছে। দিনব্যাপী এ মুল মেলায় দই সহ রসনা বিলাসী খাবার বিকিকিনি হয়। ঐতিহ্যবাহী চলনবিলের তাড়াশে দই মেলা নিয়ে রয়েছে নানা গল্প কাহিনী। তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সভাপতি সঞ্জিত কর্মকার” দৈনিক সময়ের দেশ” কে জানান,তাড়াশের তৎকালীন জমিদার বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দই মেলার প্রচলন করেছিলেন।

সাধারনত জনশ্রুতি আছে জমিদার রাজা রায় বাহাদুর দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। এ ছাড়া জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। আর সে থেকেই জমিদার বাড়ীর সম্মুখে রশিক লাল রায় মন্দিরের পার্শ্বের মাঠে স্বরস্বতী পুঁজা উপলক্ষে ৩দিন ব্যাপী দই মেলা বসত।

প্রতি বছর শীত মৌসুমের মাঘ মাসে শ্রী পঞ্চমী তিথিতে দই মেলায় বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর থেকে ঘোষেরা দই এনে মেলায় পসরা বসিয়ে বিকিকিনি করতেন। কথিত আছে সবচেয়ে ভাল সুস্বাদু দই তৈরি কারক ঘোষকে জমিদারের পক্ষ থেকে উপঢৌকন প্রদান করা রেওয়াজ ছিল।

তাড়াশ উপজেলা পুজাঁ উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষ জানান, জমিদার আমল থেকে শুরু হওয়া তাড়াশের দইয়ের মেলা এখনও মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে উৎসব আমেজে বসার বাৎসরিক রেওয়াজ এখনও আছে এবং তা ৩
দিনের স্থলে ২দিন ব্যাপী হয়ে থাকে।

দইয়ের মেলায় আসা এ অঞ্চলের দইয়ের স্বাদের কারনে নামেরও ভিন্নতা রয়েছে। যেমন-ক্ষীরসা দই, শেরপুরের দই, বগুড়ার দই, টক দই, শ্রীপুরী, ডায়বেটিস দই সহ এ রকম হরেক নামে দামের হেরফেরে বিক্রি হয় দই। বিশেষ করে বগুড়ার শেরপুর, চান্দাইকোনা, শ্রীপুর, সিরাজগঞ্জের তাড়াশের দই প্রচুর বেচাকেনা হয়।

স্থানীয় দই বিক্রেতা উজ্জল ঘোষ বলেন, দুধের দাম, জ্বালানী, শ্রমিক খরচ, দই পাত্রের মূল্য বৃদ্ধির কারনে দইয়ের দামও বৃদ্ধিও পাচ্ছে। তবে চাহিদা থাকার কারনে কোন ঘোষের দই অবিক্রিত থাকে না। যার কারনে মেলার আগেই ঘোষেরা দই তৈরীতে ব্যস্ত হয়ে পড়েন।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৮ পূর্বাহ্ণ
  • ১২:১৩ অপরাহ্ণ
  • ১৬:০০ অপরাহ্ণ
  • ১৭:৪০ অপরাহ্ণ
  • ১৮:৫৬ অপরাহ্ণ
  • ৬:৪৩ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102