গাজীপুর জেলা ও মহানগর বিএনপি’র উদ্যোগে বিকেলে গাজীপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবীতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান অতিথির বক্তব্যে বলেন,
আওয়ামীলীগ কে শেখ মজিবুর রহমান সাহেব কবর দিয়ে বাকশালের মধ্যে বিলিন করেছিলেন। সকল রাজনৈতিক দল নিশিদ্ধ করে দিয়ে একদলীয় বাকশাল করেছিলেন। আওয়ামীলীগ সেদিন জীবিত ছিল না। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসলেন তিনি আবার এদেশের বহুদলীয় গণতন্ত্র পরির্বতন করার পর, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার জন্য পিপিআর একটি আইন করা হয়েছিল এবং লাইসেন্স নিয়েছিল।
গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফা দাবী বাস্তবায়নে আয়োজিত গাজীপুর জেলা ও মহানগর বিএনপির সমাবেশে গাজীপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার মাজহারুল ইসলাম।
এবং এ সময় গাজীপুর জেলা মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।