শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই বেদেপল্লীর ৪০ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত বিতরন করেন করা হয়েছে।
২২ জানুয়ারি রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরন করেন শেরপুরের পুলিশ সুপার মো, কামরুজ্জামন পিবিএম। এসময় বেদে পল্লীর বাসীন্দাদের উদ্দেশ্য তিনি বলেন আপনারা স্বচ্ছ জীবন যাপনে ফিরে আসুন, মাদক, গাজা, ইপ্টিজিংসহ সকল অপরাধ থেকে দুরে থাকুন। পুলিশ সব সময় আপনাদের পাশে আছে এবং থাকবে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) সোহেল আহমেদ,থানা কমিউনিটি পুলিশের সভাপতি আনার উল্যা, সাধারন সম্পাদক একেএম বেলায়েত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনসহ জেলা ও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেদে পল্লীর ৪০ পরিবারের মধ্যে ২টি করে কম্বল বিতরন করা হয়।