২৯ এপ্রিল বিকাল ৩টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত গাজীপুর জেলার জয়দেবপুর বাজার, মুক্তমঞ্চ, সালনা বাজার, আরপি গেইট বাজার, রাজেন্দ্রপুর ও রাজেন্দ্রপুর বাজার এলাকায় জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন মাসুদুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, গাজীপুর।
এসময় জনসাধারণকে সাম্প্রতিক করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করনে ব্যাপক প্রচারণা চালানো হয়। রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের পাশে হালডোবা এলাকায় খানকায়ে বাশারীয়া মাদরাসা ও এতিমখানা সরকারি নির্দেশনা অমান্য করে খোলা রাখার সংবাদে মাদরাসা পরিদর্শন করে এতিম দুইজন শিশু, ইমাম, মোয়াজ্জিন ও খতিব ছাড়া কাউকে পাওয়া যায়নি। মাদরাসাটি সরকারি নির্দেশনা মোতাবেক পরিচালিত হচ্ছে মর্মে এলাকাবাসী সাক্ষ্য দেয়।
বিভিন্ন বাজারের বিপনী বিতানগুলোতে সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণে সতর্ক করা হয় এবং অপ্রয়োজনীয় আড্ডা পরিহার করার জন্য বলা হয় এ সময় মাস্ক পরিধান না করা, খোলা বাজারে না ঢেকে ইফতারি বিক্রি করা ও সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন, ২০১৮, দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলায় ২০,৪০০/টাকা অর্থদণ্ড দেয়া হয়। এ সময় ফলের দোকানে ক্রয়রশিদ পরীক্ষা করে দেখা হয় এবং সতর্ক করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও জয়দেবপুর থানা পুলিশের সদস্যবৃন্দ।