গাজীপুর মহানগরের ২১ নং ওয়ার্ডের বাউপাড়া এলাকা থেকে ঐ যুবকের মরদহ উদ্ধার করা হয়। নিহত সজীব টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার অলিপুর গ্রামের খলিলুর রহমান রুস্তম আলীর ছেলে । নিহত সজীব বাউপাড়া গ্রামের জাহাঙ্গীর কাজীর বাড়িতে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। গেল মাসের ২৭ তারিখে সকালবেলায় নিজ কর্মস্থলে যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেননি বলে জানান, নিহতের স্ত্রী শিবলী আক্তার। পুলিশ জানান, সকালে ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে আসে,পরে নিহত সজীবের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
অন্যদিকে গাজীপুরে শ্রীপুরে প্রেমিকার বিয়ে হওয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রেমিকের আত্মহত্যার ঘটনা ঘটে। গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে থাকার ঘরের ঝুলন্ত রনি আহমেদ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। রনি আহমেদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। ফেসবুক স্ট্যাটাস থেকে ধারণা করা হচ্ছে, তিনি হতাশায় ভুগছিলেন।
স্বজনরা জানান, শুক্রবার রাতে রনি তার থাকার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে ঘরের ধর্ণার সঙ্গে বাঁধা গামছায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ পাওয়া যায়।
সর্বশেষ শুক্রবার রাতে তিনি তার ফেসবুক টাইম লাইনে লিখেন, ‘আর কখনো কারো কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না’। স্বজনদের ধারণা, পছন্দের প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় তিনি অভিমান করে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন।