সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ ইউনিয়নে শস্য শ্যামল ঘেরা কালিদাশ নিলী গ্রামের হাজী মোসলেম সরদার ছেলে তৌহিদুল ইসলাম চঞ্চল।
তৌহিদুল ইসলাম (চঞ্চল) ছোটবেলা থেকে৷ ফুটবল খেলা ভালবাসতেন, ১৯৯৮ সালের শুরুর দিকে প্রিয় ফুটবল দল ফ্রান্স কে সমথ’ন করে আসছেন। তিনি ১৯৯৮ সাল থেকে ফ্রান্সের ছোট বড় পতাকা নিজ গ্রাম কালিদাশ নিলী উওলন করেছেন।
২০০৬ সালে প্রিয় দল ফ্রান্সের খেলোয়াড় জিনেদিন জিদানের খেলা দেখে আরও অনুপ্রানিত হন। তৌহিদুল ইসলাম( চন্চল) ২০১৮স ালে রাশি বিশ্ব কাপ কে সারা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ফ্রান্সের প্রায় দেড় কিলোমিটার পতাকা উওলন করেন নিজ গ্রাম কালিদাশ নিলীতে, এই দেড় কিলোমিটার ফ্রান্সের পতাকা বানিয়ে পুরা তাড়াশ উপজেলাকে তাক লাগিয়ে দিয়েছিলেন, এবার ২০২২কাতার বিশ্ব কাপকে সারা বিশ্বের দরবারে তুলে ধরার জন্য তাঁর একমাত্র সম্ভল দুইশ থেকে তিনশ পিচ হাঁস বিক্রি করে প্রায় ২কিলোমিটার প্রিয় দল ফ্রান্সের পতাকা উওলন করেন যা এবার পুর বাংলাদেশের মধ্যে বড় পতাকা হিসাবে সরগরম ছিল। এলাকা বসীরা জানান চঞ্চল, এই পাগলামীতে আমাদের গ্রামের সকল পেশার মানুষ সবাই আনন্দিত । চঞ্চল জানান,যে আমার পাশে যদি সমাজের,রাষ্ট্রের,গুনি মানুষ গুলো এসে দাঁড়ায় তাহলে আমি সামনের দিন গুলোতে আরও ভালো কিছু করব। তিনি আরও জানান,এম,বাপ্পি কোন দিন যদি বাংলা দেশে আসে তাহলে আমি ধন্য, এবং গবি’ত তাঁর সাথে আমি দেখা করব এটা আমি আশাবাদী।