জেলা প্রশাসনের আয়োজনে চাকরিপ্রার্থী ও চাকরিদাতা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনের জন্য প্রথমবারের মতো গাজীপুরের রাজবাড়ি মাঠে চাকরি মেলা শনিবার সকালে উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।
দু’দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন স্মার্ট বাংলাদেশ তৈরীর জন্য সরকার ইতোমধ্যে স্মার্ট পাঠ্যসূচি প্রণয়ন করেছে। যেখানে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হয়েছে। কষ্ট করে বিশ্ববিদ্যালয় থেকে শুধু বড়বড় ডিগ্রী নিলে হবে না বরং আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমাদের যে সমস্ত শিল্প কারখানা আছে সেখানে কী ধরণের জনবল দরকার সে চাহিদা অনুযায়ী উপযোগী শিক্ষায় শিক্ষিত হতে হবে। এধরণের আয়োজন করার জন্য গাজীপুর জেলা প্রশাসনকে ধন্যবাদ জনান মন্ত্রী।
জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, কুমিল্লা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়া, ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বেক্সিমকো টেক্সটাইল এর সিনিয়র ম্যানেজার সৈয়দ শাকিল আহাদ, ওয়ালটনের ডেপুটি ডিরেক্টর (ব্র্যান্ডিং) তানজিরুল হক তন্ময় প্রমুখ।
এ সময় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোসাম্মৎ হাসিনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়নও মানবসম্পদ) মো: ওয়াহিদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় বেক্সিমকো টেক্সটাইল লি., স্কয়ার টেক্সটাইল মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, ওয়ালটন গ্রুপ, প্রাণ আরএফএল গ্রæপ, বাটা গ্রæপ, ইপিলিয়ন গ্রুপসহ মোট ৪০টি শিল্প প্রতিষ্ঠান নিজস্ব স্টল স্থাপন করেছে। এছাড়াও সরকারি বিভিন্ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে যুব উন্নয়ন অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ জেলা প্রশাসনের দক্ষতা উন্নয়ন বিষয়ক তথ্য সম্বলিত স্টল স্থাপন করা হয়েছে। মেলা উদ্বোধনের পর থেকেই হাজার হাজার চাকরী প্রার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। আগামীকাল বোরবার মেলার সমাপনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহ্সান রাসেল এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানান মেলা কর্তৃপক্ষ।