গাজীপুর জেলার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের নবনির্বাচিত কার্যিনর্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ০২ ডিসেম্বর ) গাজীপুর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সকাল ১১ টায় এ শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়। গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক ও শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপত্বিতে ও ঐক্য ফোরামের সম্মানিত সদস্য ও গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও গাজীপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য আবু হানিফ। এসময় তিনি বক্তব্যে বলেন, গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরাম বৃহৎ সাংবাদিক সংগঠন, এই সংগঠন সমাজ এবং দেশ গঠনে সাহসী ভূমিকা পালন করবে। সত্য প্রকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ১৭ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান। এছাড়া অন্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন-বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: লোকমান হোসেন, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মুজিবুর রহমান, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, গাজীপুর সাংবাদিক পরিবার কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. বায়েজিদ হোসেন প্রমুখ। ২০২৩-২৪ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি মো. আকরাম হোসেন ও সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন বাবুল, সহ-সভাপতি মাজহারুল ইসলাম (কাঞ্চন) সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার, যুগ্ম সম্পাদক মোঃ তৌফিক ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, কোষাধ্যক্ষ কাজী মোঃ আব্দুল মান্নান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহজাহান খান, দপ্তর সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বৈরাগী ( বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), নির্বাহী সদস্য যথাক্রমে মোঃ অলিদুর রহমান অলি, জাহিদুর রহমান বকুল, শাহানাজ পাটোয়ারী, এম এ ফিরোজ, ফজলুল হক বাদল, মোঃ বেলায়েত হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন সিকদার।
১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও সংগঠনের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন সংগঠনের সদস্য শওকত হোসেন। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করে বলেন, নবীন প্রবীণের সম্মিলিত নবনির্বাচিত কমিটি নতুন উদ্যমে ফোরামকে এগিয়ে নিবেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ ডিসেম্বর গাজীপুর সাংবাদিক ঐক্য ফোরামের কার্যিনর্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।