গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার মামলা সূত্রে সংবাদ প্রকাশের জের ধরে গাজীপুরে এক সাংবাদিককে হেনস্তা করা এবং তাকে হত্যা ও সংবাদ প্রকাশের ‘সাধ মিটিয়ে দেওয়া’র হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।
গত সোমবার ( ২৬ এপ্রিল) দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় চান্দনা স্কুল এন্ড কলেজের সামনে দৈনিক দেশেরপত্রের জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমানকে এ হুমকি প্রদানের ঘটনা ঘটে। অভিযুক্ত রিনা আক্তার (৩০) গাছা থানার বাসিন্দা রাশিদুল ইসলামের স্ত্রী। তার পৈত্রিক ঠিকানা পাবনার ঈশ্বরদী থানার মুলাডুবি গ্রামে।
এ ঘটনায় ২৬ এপ্রিল রাতে গাজীপুরের বাসন থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. আশিকুর রহমান। জিডিতে সাংবাদিক আশিকুর রহমান উল্লেখ করেন, গত ২১ মার্চ সাঙ্গপাঙ্গ নিয়ে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টাঙ্গাইল মিষ্টিমুখ নামক খাবার হোটেলে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে যান রিনা আক্তার। এসময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবরপেয়ে বাসন থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বাসন থানায় ১৭০/৪১৯/৪২০/৩৮৫/১০৯ ধারায় মামলা দায়ের করে (মামলা নং-৩৬) তাকে চালান করে দেয়। এ ঘটনায় দৈনিক দেশেরপত্রের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করা হয় যা ওই সময় অন্যান্য পত্রিকাতেও প্রকাশ হয়েছিল। তিনি আরও জানান, সংবাদ প্রকাশের জেরে রিনা আক্তার জামিনে বেরিয়ে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে তার উপর নজরদারি করতে থাকে। পেশাগত দায়িত্বপালনকালে ২৬ এপ্রিল দুপুর দেড়টার দিকে চান্দিনা স্কুল এন্ড কলেজের সামনে রিনা আক্তার তাকে অকথ্য গালি-গালাজ ও মারমুখী আচরণ করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ‘ভবিষ্যতে সুযোগমতো পাইলে খুন করার হুমকি ও পত্রিকায় নিউজ করার ‘সাধ মিটিয়ে দেব’বলে হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
বাসন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির নাম্বার: ৯৮৫, তারিখ- ২৬-০৪-২০২১ ইং। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক। তাছাড়া রিনা আক্তারের বিরুদ্ধে বাসন থানায় দায়েরকৃত পূর্ববর্তী মামলার ব্যাপারেও নিশ্চিত করেন তিনি। সাংবাদিককে হেনস্তা ও হুমকি প্রদানের ঘটনায় দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসও দেন তিনি।
এদিকে এ ঘটনায় গাজীপুরে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত রিনা আক্তার সহ সাঙ্গপাঙ্গদের জামিন বাতিল করে পুনরায় গ্রেফতারের দাবি জানান তারা।