শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উজিরপুরের কিশোর কেরানীগঞ্জে দূর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত তাড়াশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পোড়ানো হলো চায়না জাল। তাড়াশে মালশিন টু গুড়মা কাঁচা রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে হাজারও মানুষ কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া সাইজুদ্দিন, ত্যাগি নেতা কর্মীরা হতাশ গাজীপুরে বিশ্ব মান দিবস পালন শ্রীবরদীতে বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ ই অক্টোবর ২০২৪ পালিত বেনজীর সহ সকল ভূমি দস্যুদের কবল থেকে লুন্ঠিত বনভূমি উদ্ধারে ৩ দফার আল্টিমেটাম ব্যবসায়ী কবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিরামপুরে ট্রাক্টর-ভ্যানের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু শ্রীবরদীতে ১৩ মণ্ডপে দূর্গাপুজা উদযাপন নিরাপত্তা জোরদারে পুলিশ সুপারের পরিদর্শন

গাজীপুরে মামলা সূত্রে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আশিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি | সময়ের দেশ

সময়ের দেশ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৩৬৮ বার পড়া হয়েছে

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার মামলা সূত্রে সংবাদ প্রকাশের জের ধরে গাজীপুরে এক সাংবাদিককে হেনস্তা করা এবং তাকে হত্যা ও সংবাদ প্রকাশের ‘সাধ মিটিয়ে দেওয়া’র হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি করা হয়েছে।

গত সোমবার ( ২৬ এপ্রিল) দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় চান্দনা স্কুল এন্ড কলেজের সামনে দৈনিক দেশেরপত্রের জেলা প্রতিনিধি মো. আশিকুর রহমানকে এ হুমকি প্রদানের ঘটনা ঘটে। অভিযুক্ত রিনা আক্তার (৩০) গাছা থানার বাসিন্দা রাশিদুল ইসলামের স্ত্রী। তার পৈত্রিক ঠিকানা পাবনার ঈশ্বরদী থানার মুলাডুবি গ্রামে।

এ ঘটনায় ২৬ এপ্রিল রাতে গাজীপুরের বাসন থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. আশিকুর রহমান। জিডিতে সাংবাদিক আশিকুর রহমান উল্লেখ করেন, গত ২১ মার্চ সাঙ্গপাঙ্গ নিয়ে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টাঙ্গাইল মিষ্টিমুখ নামক খাবার হোটেলে র্যাব পরিচয়ে চাঁদাবাজি করতে যান রিনা আক্তার। এসময় স্থানীয় জনগণের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবরপেয়ে বাসন থানা পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বাসন থানায় ১৭০/৪১৯/৪২০/৩৮৫/১০৯ ধারায় মামলা দায়ের করে (মামলা নং-৩৬) তাকে চালান করে দেয়। এ ঘটনায় দৈনিক দেশেরপত্রের অনলাইন সংস্করণে সংবাদ প্রকাশ করা হয় যা ওই সময় অন্যান্য পত্রিকাতেও প্রকাশ হয়েছিল। তিনি আরও জানান, সংবাদ প্রকাশের জেরে রিনা আক্তার জামিনে বেরিয়ে এসে সাঙ্গপাঙ্গ নিয়ে তার উপর নজরদারি করতে থাকে। পেশাগত দায়িত্বপালনকালে ২৬ এপ্রিল দুপুর দেড়টার দিকে চান্দিনা স্কুল এন্ড কলেজের সামনে রিনা আক্তার তাকে অকথ্য গালি-গালাজ ও মারমুখী আচরণ করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ‘ভবিষ্যতে সুযোগমতো পাইলে খুন করার হুমকি ও পত্রিকায় নিউজ করার ‘সাধ মিটিয়ে দেব’বলে হুমকি দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

বাসন থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির নাম্বার: ৯৮৫, তারিখ- ২৬-০৪-২০২১ ইং। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ফারুক। তাছাড়া রিনা আক্তারের বিরুদ্ধে বাসন থানায় দায়েরকৃত পূর্ববর্তী মামলার ব্যাপারেও নিশ্চিত করেন তিনি। সাংবাদিককে হেনস্তা ও হুমকি প্রদানের ঘটনায় দ্রুত আইনী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাসও দেন তিনি।

এদিকে এ ঘটনায় গাজীপুরে সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। বাংলাদেশ সাংবাদিক জোট গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। এ ঘটনায় জড়িত রিনা আক্তার সহ সাঙ্গপাঙ্গদের জামিন বাতিল করে পুনরায় গ্রেফতারের দাবি জানান তারা।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫৩ পূর্বাহ্ণ
  • ১১:৪৫ পূর্বাহ্ণ
  • ১৫:৪১ অপরাহ্ণ
  • ১৭:২১ অপরাহ্ণ
  • ১৮:৩৬ অপরাহ্ণ
  • ৬:০৬ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102