সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত উপজেলা পরিষদ শিশু পার্কের উদ্বোধন হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সংলগ্ন এ শিশু পার্কের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা, শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাদের সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন উপর্যুক্ত পরিবেশ ও মানসিক বিকাশের সুযোগ। এলক্ষকে সামনে রেখে সাতকানিয়া উপজেলায় অত্যন্ত মনোরম পরিবেশে উপজেলা পরিষদের কেন্দ্রস্থলে অবস্থিত সাতকানিয়া উপজেলা পরিষদ শিশু পার্ক। এখানে শিশুদের খেলার উপযোগী দোলনা, মেরি গো রাউড, প্লে স্টেশন, ট্রামপোলিন, বাঘ, ঘোড়া, পেঁচা, জিরাফ, স্লাইড, ট্রি-হাউস ইত্যাদি রয়েছে। সাতকানিয়া উপজেলায় জনাব ফাতেমা-তুজ-জোহরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের পর নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু করেন।শিশুদের জন্য একটি পার্কের পরিকল্পনা করেন। তারই ধারাবাহিকতায় জায়গা নির্ধারণ ও সাতকানিয়া উপজেলা পরিষদ শিশু পার্ক নামকরণের প্রাথমিক সিদ্ধান্ত নেন। উপজেলায় এমন উদ্যোগের জন্য প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফাতেমা-তুজ-জোহরা।